সাব রেজিস্ট্রি অফিস কোন মন্ত্রণালয় অধীন
সাব- রেজিস্ট্রি অফিস কি ?
জমি জমা, প্লট, ফ্ল্যাট, দোকান ইত্যাদি ক্রয় বিক্রয়ের জন্য জমি বিক্রেতা কর্তৃক মালিকানা হস্তান্তরের জন্য উপযুক্ত লিখিত প্রমাণের জন্য দলিল সম্পাদন করে গ্রহীতার বরাবরে জমির মালিকানা নিবন্ধন করে এবং ভবিষ্যতে রেকর্ড লিপিবদ্ধ রাখার জন্য যে কার্যালয়ে দলিল দাখিলের মাধ্যমে জমি রেজিস্ট্রি করা হয় সেটাই সাব রেজিস্ট্রি অফিস ।
সাব রেজিস্ট্রি অফিস কোন মন্ত্রণালয় অধীনস্থ ?
সাব রেজিস্ট্রি অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন একটি সরকারি প্রতিষ্ঠান ।
সাব রেজিস্ট্রি অফিস কোথায় থাকে ও কে পরিচালনা করেন ?
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলায় সাব রেজিস্ট্রি অফিস কার্যালয় আছে । একটি সাব রেজিস্ট্রি কার্যালয় একজন প্রথম শ্রেণীর গেজেড অফিসার দ্বারা পরিচালিত হয় এবং অফিসের অন্যান কার্যাদি পরিচালনার জন্য কেরানি, পিওন, নকলনবিশ, দপ্তরি থাকেন।
নকলনবিশগণ অফিসের বালাম বহিতে মালিকানা হস্তান্তরের রেকর্ড লিপিবদ্ধ করে রাখেন। এবং জনগণের পুরোনো রেকর্ড তল্লাশ করেন ও দলিলের সার্টিফাইড কপি অর্থাৎ নকল সরবরাহ করে থাকেন ।
জমি জমার যাবতীয় তথ্য সংক্ক্রান্ত বিষয়ক বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :
দলিল কি - Click
দলিল কত প্রকার- Click
নাবালক সন্তানের নামে কিভাবে জমি ক্রয় করবেন- Click
nice
Good idea...
খুব সুন্দর
ধন্যবাদ সবাইকে
Good post