দলিল কি?
দলিলঃ-
যে কোন লিখিত আকারের তথ্য যা ভবিষ্যতে আদালতে স্বাক্ষ্য হিসেবে গ্রহনযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিষ্ট্রেশন আইনের বিধি মোতাবেক জমি জমা ক্রয় বিক্রয়েরর একমাত্র লিখিত আকারে আইনত স্বাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য বৈধ কাগজ পত্রাদিই হচ্ছে দলিল (অর্থাৎ যে কোন জিনিসের আইনগত স্বাক্ষ্য গ্রহণযোগ্য তাই দলিল)
দলিল কত প্রকার তা জানতে Click করুন