দরখাস্ত/Application

 

রাস্তার কাজের জন্য মন্ত্রী মহোদয়ের  বরাবরে চিঠি৷ 

আমাদের আশে পাশে অনেক রাস্তা ঘাট ভাঙ্গা থাকে৷ বিভিন্ন সময় বন্যায় কিংবা দীর্ঘ সময় সংস্কার ছাড়া অনেক রাস্তা চলাচলের অচল হয়ে হয়ে পড়ে৷ হয়তো চাইলেই আপনার দ্বারা রাস্তার কাজটি হয়ে যেতে পারে৷ 

কিন্তু কিভাবে সম্ভব-! মনে অনেক ভয় কাজ করে, কার কাথে যাবো, কি বলবো এসব, আসলে আপনাকে যেতে হবে না৷ আপনি চাইলে নিচের মত করে কোন কম্পিউটারের দোকান থেকে একটি দরখাস্ত লিখে সঠিক ঠিকানা বরাবর বা লোক মারফত পাঠিয়ে দিন৷ এতে আপনাকে আর কোথাও যেতে হবে না৷ 

এতে করে আপনি নিজে ও এলাকার মানুষকে শান্তিতে রাখতে পারবেন৷ শুধু মাত্র একটু স্বদৃচ্ছা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে৷ 

Application

⬇⬇

বরাবর, 

          আলহাজ্ব আবুল কালাম আজাদ 

          সংসদ সদস্য, জামালপুর- ০১

         দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ নির্বাচনী এলাকা৷ 

বিষয়:- দেওয়ানগঞ্জ হইতে সানন্দবাড়ী রাস্তার ঝালর চর বাজার হইতে কাঠারবিল বাজার পর্যন্ত আনুমানিক ০৫ কিঃমি রাস্তাটি সংস্কার প্রসঙ্গে৷ 


জনাব, 

        যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, দেওয়ানগঞ্জ উপজেলাধীন বাহাদুরাবাদ এবং হাতীভাঙ্গা ইউনিয়ের মধ্যস্থ ঝালর চর বাজার হইতে কাঠারবিল বাজার পর্যন্ত আনুমানিক ০৫ কিঃমি রাস্তাটি অকেজো হয়ে পড়েছে৷ যমুনা নদীর তীরবর্তী এসব এলাকায় প্রতি বছর বন্যার করাল গ্রাসে ও বন্যার তীব্র স্রোতে রাস্তাটি ভেঙ্গে যায় এবং রাস্তার বিভিন্ন স্থানে বিশাল গর্তে সৃষ্টি হয়৷ 

(বি:দ্র: রাস্তা ভাঙ্গার অন্য যে কোন কারণ দিতে পারেন)

প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য গাড়ি চলাচল করে ও মালবাহী গাড়ী যাতায়াত করে এবং সাধারণ মানুষ ও ছাত্র/ছাত্রীরা স্কুল, কলেজে যাতায়াত করে রাস্তাটি ভাঙ্গা হওয়ায় দূর্ভোগের শেষ নেই৷ প্রায়ই দেখা যায় রাস্তার মাঝে গাড়ি বিকল হয়ে যায়, ছাত্র/ছাত্রীরা যথা সময়ে বিদ্যালয়ে পৌছাতে পারছেনা৷ জনসাধারন হাট, বাজার, অফিস আদালত যেতে অনেক কষ্ট হচ্ছে৷ 

ইতি পূর্বে রাস্তাটি সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষের বরাবরে আবেদন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি৷ 

তাই উক্ত রাস্তাটি জরুরী ভিত্তিতে সংস্কার করা আবশ্যক, বিধায় রাস্তাটি সংস্কার পূর্বক পাকা করণের জন্য সবিনয় আবেদন জানাচ্ছি৷ 

অতএব, মহোদয়ের নিকট বিনীত আরজ উক্ত রাস্তাটি বর্তমান অর্থ বছরে সংস্কারের মাধ্যমে জনসাধারন, ও ছাত্র/ছাত্রীদের যাতায়াতের সু-ব্যবস্থা করিয়া দিতে আপনার সু-মর্জি হয়৷ 

                                                                                         বিনীত নিবেদক 

                                                                                       গোলাম হাবিব 

                                                                        সভাপতি- বাহাদুরাবাদ ইউনিয়ন 

                                                                  উপজেলা: দেওয়ানগঞ্জ, জেলা: জামালপুর৷ 

 

মোবাইল ফোন হারিয়ে গেলে কিভাবে থানায় জি.ডি /সাধারণ ডায়েরি করার জন্য নিচের লিংকে ক্লিক করুন→ Click here

 

 

 

ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url