মোবাইল ফোন হারিয়ে গেলে কিভাবে থানায় জি.ডি /সাধারণ ডায়েরি করবেন
সাধারণ জি.ডি করবেন কিভাবে?
মোবাইল ফোন হারানো আমাদের শহরে এখন নিত্য দিনের ঘটনা । আমাদের চলাফেরায় অনেক সময় মোবাইল হারিয়ে ফেলি । আবার গাড়িতে করে যাওয়ার সময় অনেক টোকাই এবং ছিনতাইকারী মোবাইল ফোন নিয়ে যায় । বর্তমানে প্রতিটি এন্ড্রোয়েড মোবাইল ফোনের রয়েছে IMEI Code যা দিয়ে আইন সহায়তার মাধ্যমে ফিরে পেতে পারেন আপনার হারিয়ে মোবাইল ফোন টি
আবার আসুন জেনে নেই কিভাবে একটি হারিয়ে যাওয়া ফোনের জন্য থানায় সাধারণ ডায়েরি করবেন
👇👇👇📧 ✉✉
বরাবর,
অফিস ইনচার্জ
ময়মনসিংহ সদর থানা
ময়মনসিংহ ।
বিষয় : সাধারণ ডায়েরি করা প্রসঙ্গে ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, মোঃ সাদ্দাম হোসেন, পিতা- মোঃ রহিম মিয়া, সাং- কোতোয়ালি, থানা- ময়মনসিংহ সদর, জেলা- ময়মনসিংহ । আমি এই মর্মে অত্র থানায় সাধারণ ডায়েরি করিতেছি যে, বিগত ইং ০৩/০৪/২০২২ তারিখ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল মোড় হয়ে যাওয়ার পথে আমার কাছে থাকা আমার ব্যাবহৃত REDMI মোবাইল ফোন যাহার মডেল No- Pro8, সিম নাম্বার- ০১৭৩৭-২০৪১২**** IMEI No-1-74587641236124125, IMEI No-2-74587641236124659, আমার অসাবধানতা বশতঃ ফোনটি হারিয়ে যায় । অনেক খুজাখুজির পরেও পাওয়া যায়নি ।
অতঃএব উক্ত বিষয়ে সাধারণ ডায়েরি করিতে জনাবের মর্জি হয় ।
বিনীত নিবেদক
মোঃ সাদ্দাম হোসেন,
পিতা- মোঃ রহিম মিয়া, সাং- কোতোয়ালি, থানা- ময়মনসিংহ সদর, জেলা- ময়মনসিংহ
ধন্যবাদ.......
পৌর সার্ভায়ার দ্বারা জমি পরিমাপের দরখাস্ত
কমিশন ও ভিজিটে দলিল রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত লেখার নিয়ম
রাস্তার কাজের জন্য মন্ত্রী মহোদয়ের বরাবরে চিঠি৷