মৃত স্ত্রীর জমি হইতে স্বামীর প্রাপ্ত হিস্যা

মৃত স্ত্রীর জমি হইতে স্বামীর প্রাপ্ত হিস্যা


মৃত স্ত্রীর সম্পত্তিতে স্বামীর  আইনগত অধিকার। 

স্ত্রীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তির বন্টন নিয়ে আমাদের সমাজে নানান জটিলতা দেখা যায়, 

স্বামী বর্তমান থাকাবস্থায় স্ত্রী মৃত্যুবরণ করিলে এবং স্ত্রীর নামীয় যদি সম্পত্তি থাকে, সেই ক্ষেত্রে মৃত স্ত্রীর রেখে যাওয়া সম্পত্তি হইতে উত্তরাধিকারী সূত্রে বিপত্নীক স্বামী তাহার হিস্যা অনুপাতে সম্পত্তির মালিক হবেন, 

উল্লেখ্য যোগ্য বিষয় হলো, সেই স্ত্রীর যদি সন্তানাদি থাকে তাহলে স্বামী  ১/৪ (চারের এক অংশ) ভাগ পাবেন আর যদি স্ত্রী ব্যক্তি কোনো সন্তান বিহীন মারা যায় তাহলে স্বামী ১/২ (অর্ধেক) অংশ ভাগ পাবেন স্ত্রীর অংশ সম্পত্তি হইতে । 

স্ত্রী মারা গেলে স্বামী কেন এতটা অংশ পাবে ? 

দেখা যায় স্বামী যদি জমি ক্রয় করে তাতে পরবর্তী ওয়ারিশ হিসাবে স্ত্রী ভাগ পায়, এবং অধিকাংশ  স্বামী স্ত্রীর নামে জমি ক্রয় করে থাকেন অথবা  স্বামী-স্ত্রীর উভয়ের নামে জমি ক্রয় করে থাকেন । 

এতে করে স্ত্রীর মৃত্যুর পর সেই স্ত্রীর মা, বাবা, ভাই, বোন উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন । 

আরো পড়ুন-- সম্পত্তি বন্টনে ইসলামি শরিয়াহ

আরো পড়ুন-- জমির খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম

আরো পড়ুন-- মুসলিম উত্তরাধিকার আইন

এখানে লক্ষ্য করা যায়, যদিও স্বামীর টাকায় স্ত্রীর নামে সম্পত্তি কেনা হয়ে থাকে, তখন স্বামীর চাইতেও স্ত্রীর মা, বাবা, ভাই, বোনের অধিকার বেশি থাকে ।

অতএব স্ত্রীর সন্তানাদি থাকলে স্বামী  ১/৪ (চারের এক অংশ) ভাগ পাবেন, আর সন্তানদি না থাকলে স্বামী ১/২ (অর্ধেক) অংশ ভাগ পাবেন । 

হিস্যা অনুপাতে সন্তান না থাকলে স্বামী  .৫০০ হিস্যার মালিক হবেন, আর সন্তান থাকলে স্বামী  .২৫০ হিস্যার মালিক হবেন।

অবশিষ্ট অংশ বা হিস্যা মৃত স্ত্রীর মা, বাবা, ভাই, বোন উত্তরাধিকার সূত্রে মালিক হবেন।

মুসলিম উত্তরাধিকার আইন

 

(আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন)  


ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
4 Comments
  • নামহীন
    নামহীন ১২ জানুয়ারী, ২০২৩ এ ১:৫৩ PM

    স্ত্রীর সম্পত্তি স্ত্রী মারা যাওয়ার পর স্বামী পেলেন, কিন্তু স্বামি মারা গেলে সেই সম্পত্তির মালিক কে কে হবে? জানতে চাচ্ছি

  • নামহীন
    নামহীন ২৩ সেপ্টেম্বর, ২০২৩ এ ২:১৫ AM

    স্বামী মারা গেলে শশুরের সম্পত্তি কি মৃত ব্যক্তির স্ত্রী কি পায়?

    • Md. Saiful islam
      Md. Saiful islam ২৫ সেপ্টেম্বর, ২০২৩ এ ৩:২১ PM

      হ্যা, পাবে পিতা যদি জীবিত অবস্থায় তার সন্তানকে জমি লিখে দিয়ে থাকেন, অন্যথায় শ্বশুর মৃত্যুর ওয়ারিশ হবেন

  • নামহীন
    নামহীন ২৩ সেপ্টেম্বর, ২০২৩ এ ২:১৭ AM

    স্বামীর সম্পত্তির ভাগ কিভাবে পাই স্ত্রীরা এবং মা ভাইয়েরা

Add Comment
comment url