নোটারি পাবলিক কি? Affidavit

 

নোটারি পাবলিক কি? Affidavit

নোটারি পাবলিক কি? কিভাবে লিখবেন 

কোনো কিছুর মালিকানা পরিবর্তন করার জন্য আদালত কর্তৃক বৈধ কগজপত্রাদি পর্যালোচনা ক্রমে যে লিখিত ডকুমেন্ট প্রদান করেন তা হচ্ছে এফিডেভিট বা নোটারি পাবলিক: এর জন্য প্রয়োজন ১০০/- টাকা মূল্যের তিনটি মোট ৩০০/- টাকার স্ট্যাম্প- 

যেভাবে নোটারি পাবলিক লিখবেন-

                                            প্রথম পাতা

 নোটারি পাবলিক কার্যালয়, জামালপুর ।  

                                        এফিডেভিট 

 এফিডেভিটকারীর নাম: মোঃ সাদেকুল ইসলাম, পিতা: হাফিজুর রহমান, ধর্ম: ইসলাম, পেশা: ব্যবসা, জাতীয়তা: বাংলাদেশী, গ্রাম: বেলটিয়া, ডাকঘর: বেলটিয়া, উপজেলা: জামালপুর সদর, জেলা: জামালপুর । 

         আমি উপরোক্ত এফিডেভিটকারী ধর্মতঃ প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করিতেছি যে, আমি নিম্ন তফসিল বর্ণিত মোটর সাইকেলটি বিগত ৩০/০২/২০২১ তারিখে মাসুদ এন্টারপ্রাইজ জামালপুর শো-রুম হইতে ক্রয় করিয়া ব্যবহার করিয়া আসিতেছি । 

বর্তমানে আমার নগদ টাকার বিশেষ প্রয়োজনে টাকা সংগ্রহের অন্য কোনো সদুপায় না থাকায় নিম্ন তফসিল বর্ণিত মোটর সাইকেল খানা বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করিয়া বিক্রয়ের প্রস্তাব করিলে আপনি ক্রেতা মোঃ ফরিদুল ইসলাম, পিতাঃ আব্দুল সালাম, গ্রাম- বোয়ালমারী, পোস্ট- মদনপুর, উপজেলা: শেরপুর, জেলা- শেরপুর । 

উক্ত মোটর সাইকেল টি ক্রয় করিয়ে ইছুক হওয়ায় উভয় পক্ষের আলোচনাক্রমে বিক্রয়ের মূল্য স্থির করিয়া বিক্রয় মূল্য ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা নিম্ন সাক্ষীগণের মোকাবেলায় আমার নিজ প্রবোধ মত বুঝিয়া পাইয়া মোটর সাইকেল খানা বিক্রয় ক্রমে যাবতীয় কাগজপত্রাদি সহ উক্ত মোটর সাইকেল ক্রেতার বরাবরে হস্তান্তর করিয়া স্বত্বহীন হইলাম । 

অদ্দ হইতে মোটর সাইকেলটির প্রতি আমার আর কোনো প্রকার দাবি দাওয়া রহিল না । যদি ভবিষ্যতে উক্ত মোটর সাইকেল খানার প্রতি আমি বা আমার কোনো ওয়ারিশ কেহ কোন প্রকার দাবি করে তাহা আইনে অগ্রাহ্য হইবে । 

ইতি পূর্বে মোটর সাইকেল টি আমি অন্য কোথাও বিক্রয় বা দায়বদ্ধ রাখি নাই । ভবিষ্যতে কোনরূপ ঘটনার প্রকাশ পাইলে আমি নিজে দায়ী থাকিব ।

এতদার্থে আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে জামালপুর নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হইয়া উপরোক্ত মোটর সাইকেল বিক্রয়ের ঘোষণা করিলাম । 

দ্বিতীয় পাতা

 মোটর সাইকেল এর বর্ণনা-

১। যানের শ্রেণী- 

২। ইঞ্জিন নং -

৩। চেচিস নং-

৪। গাড়ির মডেল- 

৫। জ্বালানি- 

৬। আসন সংখ্যা- 

৭। প্রস্তুত কারক দেশ- 

৮। তৈরির সন-

তৃতীয় পাতা 

 সত্যতা অত্র এফিডেভিটের যাবতীয় বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য লেখা হওয়ায় সত্যতায় নিজ সাক্ষর প্রদান করিলাম । 

                                    এফিডেভিটকারীর সাক্ষর 


 এফিডেভিটকারী আমার সম্মুখে তাহার নিজ নামের সাক্ষর প্রদান করিয়াছে, আমি তাহার সাক্ষর সনাক্ত করিলাম ।


                                                   এডভোকেট 

                                        জর্জকোর্ট, জামালপুর ।

  

মোটর সাইকেল বিক্রয়ের দলিল কিভাবে লিখবেন?  জানতে  নিচে 

ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২ জুন, ২০২২ এ ১০:১৭ PM

    Good

Add Comment
comment url