অনলাইনে জমির খতিয়ান আবেদন
অনলাইনে জমির খতিয়ান আবেদন করবেন যেভাবে-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের অধীন বর্তমানে আর,এস খতিয়ান অনলাইনে পাওয়া যায়৷ তার জন্য আপনাকে প্রথমে খতিয়ান যাচাই করতে হবে৷ তার পর এর সার্টিফাইড কপির জন্য আপনাকে আবেদন করতে হবে৷ আর এই আর,এস খতিয়ান অনলাইনে পেতে আবেদন করার জন্য নিচের লিংকে প্রবেশ করুন
খতিয়ান অনুসন্ধান তে ক্লিক করতে হবে৷
তার পর বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করতে হবে৷ চারটি পদ্ধতিতে অনুসন্ধান করে ভূমির মালিকানা নিশ্চিত করা যাবে-
১) খতিয়ান নাম্বার দিয়ে অনুসন্ধান
২) ভূমির দাগ নাম্বার দিয়ে অনুসন্ধান
৩) ব্যক্তির নাম দিয়ে অনুসন্ধান এবং
৪) পিতার নাম দিয়ে অনুসন্ধান করে
এই চারটি পদ্ধতির যে কোন একটি নির্বাচন করে নিচে যে ছোট বক্সটি আসবে সেখানে উপরোক্ত চারটি পদ্ধতির মধ্যে যেটি নির্বাচন করবেন যেমন- জমির খতিয়ান নাম্বার দিয়ে অনুসন্ধান করতে চাইলে খতিয়ান নাম্বারটি বক্সে লিখতে হবে,
দাগ নাম্বার দিয়ে অনুসন্ধান করলে বক্সে দাগ নাম্বারটি লিখতে হবে, ব্যক্তির নাম দিয়ে অনুসন্ধান করলে বক্সে ব্যক্তির নাম বক্সে লিখতে হবে,পিতার নাম দিয়ে অনুসন্ধান করতে চাইলে বক্সে পিতার নাম লিখতে হবে,
এর পর দুটি যোগফল দেয়া থাকবে, সংখ্যা দুটির যোগফল বক্সে লিখতে হবে৷ তার পর "খুঁজুন" অপশনে ক্লিক করুন৷ এভাবে সার্চ করে আপনার খতিয়ান পাওয়া গেলে "অনলাইনে আবেদন" অপশনে ক্লিক করুন
অনলাইনে খতিয়ানের পেতে ব্যক্তির নাম, জাতীয় পরিচয় পত্র (যদি লাগে) এবং মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য প্রদান করতে হবে৷ তথ্য প্রদানের পর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করতে হবে৷
নামজারি খতিয়ান ব্যতিত সকল জেলায় সব ধরনের খতিয়ান অনলাইনের মাধ্যমে আবেদন ও সরবরাহ করা হয়
জমির খতিয়ান কত প্রকার ও কি কি?
নামের সংশোধনী প্রত্যয়ন পত্র কোথায় পাবেন অথবা কিভাবে লিখবেন ?