কমিশন ও ভিজিটে দলিল রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত
কমিশনে ও ভিজিটে দলিল রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ৩৮ (১) ধারায় নিম্ন বর্ণিত কারণে দাতা কর্তৃক দলিল সম্পাদনের জন্য দলিল গ্রহীতার মাধ্যমে রেজিস্ট্রি অফিসে দলিল দাখিল করে কমিশন ও ভিজিটে দলিল রেজিস্ট্রেশন দরখাস্ত সাব-রেজিস্টার বরাবর দাখিলের পর সাব-রেজিস্ট্রার নিজে কিংবা অফিসের অফিস সহকারী বা মোহরার কর্তৃক আবেদনে বর্ণিত ঠিকানায় গিয়ে দলিল দাতার স্বীকৃতি আদায় ও রেজিস্ট্রেশনের জন্য দলিল গ্রহণ করাকে কমিশনে দলিল রেজিস্ট্রি বলা হয়
কমিশন ও ভিজিটে দলিল রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত লেখার নিয়ম
উল্লেক্ষিত রেজিস্ট্রেশন আইনে নিম্ন ব্যক্তিগণকে স্ব-শরীরে উপস্থিত হইতে হবে না । যথা:-
- শারীরিক অসুস্থতা কারণে ও মারাত্মক ঝুঁকি ব্যাতিত অফিস উপস্থিত হইতে অক্ষম ব্যাক্তি
- দেওয়ানী বা ফৌজদারি কার্যবিধিতে কারাগারে আটক ব্যাক্তি
আইন দ্বারা ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হইতে অব্যাহতি পাওয়া ব্যাক্তি , এবং যাহাকে অতঃপর অন্তর্ভুক্ত পরবর্তী বিধান না থাকিলে ব্যক্তিগতভাবে রেজিস্ট্রি অফিসে উপস্থিত হইতে হইত।এই ধারার টীকায় বলা হয়েছে,(১) আদালতে উপস্থিত হইতে আইন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিগণ হইলেনঃ(ক) পর্দানশীল স্ত্রীলোক(খ) আদালতে উপস্থিতি হইতে সরকার কর্তৃক অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিগণ। (দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ধারা ১৩২, ১৩৩ দ্রষ্টব্য)(২) সরকারি কর্মকর্তাগণও উপস্থিতি হইতে অব্যাহতিপ্রাপ্ত ।
কমিশনে ও ভিজিটে দলিল রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত কিছু ফি প্রদান করতে হবে:-
দলিল রেজিস্ট্রির জন্য কমিশন দরখাস্ত
বরাবর,
সাব-রেজিষ্ট্রার সাহেব
সাব-রেজিষ্ট্রি অফিস, জামালপুর সদর
জামালপুর৷
বিষয়ঃ- কমিশন দ্বারা দলিল রেজিষ্ট্রি করার জন্য ৩১ ধারা মোতাবেক আবেদন ৷
দাতার নামঃ | গ্রহিতার নামঃ |
নাম: পিতা: মাতা: বর্তমান ঠিকানা- গ্রাম: পো: উপজেলা: জেলা: | নাম: পিতা: মাতা: বর্তমান ঠিকানা- গ্রাম: পো: উপজেলা: জেলা: |
(উপরোক্ত দাতা ও গ্রহিতার নাম গুলি মাইক্রোসফ্ট ওয়ার্ডে দুটি টেবিল নিয়ে করলে ভালো হবে)
মহাত্নন/ জনাব,
যথা বিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, জামালপুর জেলার অর্ন্তগর জামালপুর সদর উপজেলাধীন মৌজা সিংহজানী মধ্যে ০৮ শতাংশ জমির একখানা সাফ কবলা দলিল দাতা ও গ্রহিতার মাধ্যমে সাব্যস্থক্রমে দাতা কর্তৃক উক্ত দলিলটি সম্পাদিত হইয়াছে ৷ দাতা বর্তমানে বয় বৃদ্ধ অসুস্থ্য হওয়ায়
(বিঃদ্র- যে কারণে কমিশন দ্বারা দলিল রেজিষ্ট্রি করতে চান সেই কারণ টি লিখবেন যেমন- দাতা মহিলা হলে লিখতে পারেন, দাত্রী একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের পর্দানশীল ব্যক্তি হওয়ায়)
অত্র অফিসে উপস্থিত হইতে পারিবে না৷ বিধায় দলিল খানা কমিশনের মাধ্যমে দাতার বর্তমান ঠিকানা- গ্রাম: পো: উপজেলা: জেলা: উপস্থিত হইয়া দলিল রেজিষ্ট্রি কার্য সম্পন্ন করিয়া দেওয়ার নিমিত্তে আমি ৩য়পক্ষ আবেদন করিলাম ৷
সে মতে, মহোদয়ে সমীপে আকুল প্রার্থনা, উপরোক্ত অবস্থাধীনে প্রয়োজনীয় বার বরদারী ফিস গ্রহণে দলিল খানা কমিশনের মাধ্যমে রেজিষ্ট্রি করিয়া দিতে মহোদয়ের মর্জি হয়৷
(দ্রষ্টব্য- উল্লেখিত আবেদনকারী ৩য় পক্ষ হলো সনদ প্রাপ্ত দলিল লেখক, যার মাধ্যমে দলিল খানা রেজিষ্ট্রি করবেন)
কমিশনের স্থান/ দূরত্ব | নিবেদক |
(কমিশন স্থানের ঠিকানা লিখতে হবে এবং আনুমানিক দূরত্ব কিলোমিটার লিখতে হবে) | দলিল লেখক: মো: পিতা: গ্রাম: দলিল লেখক এর সনদ নম্বর: সাব-রেজিস্ট্রি অফিসের নাম : |
দলিল কি? দলিল কত প্রকার ???
[এবং অধিক্ষেত্রে নিজ জেলার বাইরে কমিশনে ও ভিজিটে দলিল রেজিস্ট্রেশন করার জন্য সাব-রেজিস্টার মাধ্যমে জেলা রেজিস্টার বরাবর আবেদন করতে হবে
(বি:দ্রঃ দুইটি আবেদনই কার্টিজে লিখতে হবে)
কমিশন দলিল জেলা রেজিস্ট্রার বরাবর আবেদন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়
জামালপুর ।
স্মারক নং- তারিখ........
বরাবর
জেলা রেজিস্ট্রার,
জামালপুর
বিষয় : অধিক্ষেত্রে বাইরে ৩১ ধারা মতে ভিজিটে দলিল রেজিস্ট্রি সম্পন্ন করার অনুমতি প্রসঙ্গে।
মহোদয়,
যথা বিহিত সম্মান প্রদশণ পূর্বক জানানো যাচ্ছে যে, জামালপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোঃ......
সনদ নং........ অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে বাইরে নিম্ন বর্ণিত ঠিকানায় রেজিস্ট্রেশন আইনের ৩১ ধারা মতে....... ইং তারিখে.......... নং দরখাস্তে বর্ণিত দলিলের নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের আবেদন করেছেন ।
বিধায় প্রার্থনা, অনুগ্রহ পূর্বক নিম্ন বর্ণিত ঠিকানায় ৩১ ধারা মতে ভিজিট সম্পন্ন করার জন্য নিম্ন সাক্ষরকারীকে অনুমতি দানের আজ্ঞা হয় ।
ভিজিটের স্থান/ ঠিকানা | আপনার অনুগত |
ঠিকানা----- | সাব-রেজিস্টার |
আরো পড়ুন------