স্ট্যাম্প শুল্ক বৃদ্ধি ৩০০ শতাংশ/ আপডেট 2022

 


দীর্ঘ এক দশক পর স্ট্যাম্প শুল্কের হার বৃদ্ধি করে ৩০০ শতাংশ পর্যন্ত রুপান্তরিত করা হয়েছে৷ 

অর্থ আইন ২০২২-২০২৩ অর্থ বছরে অর্থ মন্ত্রনালেয় রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয় 

২০২২ অর্থ বিলে ৪৬ প্রকার কার্যক্রমে স্ট্যাম্প শুল্ক পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করেন অর্থ মন্ত্রী আ, হ, ম মুস্তফা কামাল৷ 

তিনি বলেন, ২০১২ সালের পর থেকে স্ট্যাম্প শুল্কে কোন পরিবর্তন আনা হয়নি৷ যা বাংলাদেশের রাজস্ব আদায়ের জন্য এটিই বড় উৎস৷ স্ট্যাম্প শুল্ক বৃদ্ধির এই নতুন  হার আরও অধিক রাজস্ব আদায়ে সহায়তা হবে৷ 

 

অর্থ আইন ২০২২ অনুযায়ী ০১ জুলাই ২০২২ হইতে স্ট্যাম্প শুল্ক শিডিউল হার:  

এতে এভিডেভিট বা হলফ নামার  খরচ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০০ টাকা করা হয়েছে যা পূর্বে ছিল ২০০ টাকা । সকল প্রকার রেজিস্ট্রি দলিলের ক্ষেত্রে হলফনামা ৩০০ টাকা স্টাম্পে লেখা হইবে ।

 

স্ট্যাম্প হার বৃদ্ধি প্রস্তাব করে অর্থ মন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের বর্তমান অবস্থা মাথাপিছু আয় বৃদ্ধি বাৎসরিক মুদ্রাস্ফীতি ও অন্যান্য অর্থনীতির বাস্তব বিবেচনা করে স্ট্যাম্প শুল্কের হার খুব কম । 

বর্তমানে ২০লক্ষ টাকা পর্যন্ত বন্ধকী দলিলের স্টাম্পের রেট দুই হাজার টাকা । প্রস্তাবিত বিলে ৫০ লক্ষ টাকা পর্যন্ত বন্ধকী দলিলের দাম পড়বে দুই হাজার টাকা ।


অংশীদারিত্ব চুক্তির ক্ষেত্রে ৪ হাজার টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হবে । যা পূর্বে ছিল ২ হাজার টাকা । 

বিবাহ বিচ্ছেদ চুক্তির জন্য পূর্বের ন্যায় স্ট্যাম্প খরচ ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে । আমমোক্তার নামা, পাওয়ার অব এটর্নীর জন্য স্ট্যাম্প খরচ ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮০০ টাকা করা হয়েছে যা পূর্বে ছিল ৫০০ টাকা 

কোনো তফসিলি ব্যাংক থাকে ঋণ বা অগ্রিম যে কোনো ঋণ সুবিধা নিতে (ব্যাংক মর্টগেজ দলিলের) জন্য স্ট্যাম্প খরচ ১০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০০০ টাকা করা হয়েছে ।



দলিলের সার্টিফাইড কপি অর্থাৎ নকল কপির স্ট্যাম্প ফি বৃদ্ধি পেয়ে ২০০ টাকা করা হয়েছে যা পূর্বে ছিল ৫০ টাকা । 

 

বি দ্রঃ- উপরে ছবি গুলোতে লক্ষ্য করলে বিস্তারিত জানতে পারবেন ।  



দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইনে জমির খতিয়ান আবেদন




ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url