ল্যাপটপ স্লো হলে করণীয় কি
পিসি বা ল্যাপটপ দৈনন্দিন আমরা যে কাজেই ব্যবহার করি না কেন, সেটা কোন বিষয় না ৷ আসল কথা আমরা যে কাজটি করতে চাই সেটা যেন পিসি বা ল্যাপটপে দ্রুতগতিতে এবং সময় মত কাজ করে ৷ পিসি ও ল্যাপটপের ধীর গতি অত্যন্ত বিরক্তিকর ও সময় অপচয় ৷
পিসি বা ল্যাপটপের গতি স্লো হবার কারন হলো-
অনেকই দূর্বল প্রসেসর ব্যবহার করার ফলে পিসি অনেক স্লো কাজ করে আর ল্যাপটপে SSD কার্ড এর পরিবর্তে হার্ডডিস্ক ব্যবহার করলে ল্যাপটপ স্লো কাজ করে ৷ পিসি বা ল্যাপটপের C-ড্রাইভে অন্য কোন ফাইল রাখলে অনেক স্লো কাজ করবে, অপ্রয়োজনীয় অতিরিক্ত কোন সফ্টওয়্যার ইনস্টল করা থাকলে স্লো কাজ করে ৷
পিসি বা ল্যাপটপের গতি বাড়ানোর উপায়-
ল্যাপটপের কাজের গতি বাড়ানোর অন্যতম কাজ হলো হার্ডডিস্ক এর পরিবর্তে ভালো মানের SSD কার্ড ব্যবহার করা ৷ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সর্বশেষ জেনারেশনের RAM ব্যবহার করলে এবং Core- i সিরিজের প্রসেসর ব্যবহার করতে হবে ৷
স্লো কাজ করে, প্রত্যেকটি কম্পিউটার ব্যবহারকারীগণ এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন ৷ তাই কম্পিউটার ব্যবহারকারীদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে পিসি বা ল্যাপটপ স্লো হবাব কারন খুজে বের করতে হবে, এর অন্যতম একটি কারন হলো ডিফ্রাগিং করা ৷ এটা করার জন্য পিসি বা ল্যাপটপের কন্ট্রোল প্যানেল থেকে এই ডিফ্রাগিং অপশন বের করতে হবে ৷ এই অপশন দিয়ে পিসির মেমোরির ফাঁকা জায়গা গুলো ফ্রি করে দেয় যাতে পিসি তার গতির সাথে দ্রুত কাজ করতে পারে ৷
RAM- বাড়ানো, পিসিতে RAM এর পরিমাণ খেয়াল রাখতে হবে RAM যদি পিসি ব্যবহারের তুলনায় কম থাকে সেক্ষেত্রে এক্সট্রা/ অতিরিক্ত RAM ব্যবহার করতে হবে ৷ তার পর লক্ষ্য করা যাবে পিসির গতি কতটা বৃদ্ধি পেয়েছে ৷ পিসির ৬৪ বিট অপারেটিং সিস্টেমের জন্য ২জিবি RAM ব্যবহার করলে পিসির গতি অনেক স্লো কাজ করবে ৷ তাই পিসি যে কোন কাজে ব্যবহারের জন্য কমপক্ষে ৮জিবি RAM প্রয়োজন, আর পিসিতে সর্বক্ষন ইন্টারনেট ব্যবহার করলে প্রয়োজনীয় ব্রাউজার ছাড়া অপ্রয়োজনীয় ব্রাউজার গুলি ডিলিট করাই উত্তম ৷
এ ছাড়া প্রতিদিন আপনার কম্পিউটার ব্যবহার শেষে সি- ড্রাইভ অপশন থেকে ডিস্ক ক্লিন আপ করে নিতে হবে তার জন্য
আপনার ল্যাপটপ বা পিসির C-Drive অপশন ক্লিক করে প্রোপার্টিসে জেনারেল থেকে ডিস্ক ক্লিন আপ তে ক্লিক করলে ক্লিন শুরু হবে তার পর
উপরের ছবির মতো টেম্পোরারি ফাইল গুলো সিলেক্ট করে ডিলিট ফাইলস তে ক্লিক করে ক্লিন করে নিবেন
পরিশেষে- ভালো এন্টিভাইরাস ব্যবহার করে নিয়মিত স্ক্যান করে আক্রান্ত ফাইল গুলো ডিলিট করে দিন, হার্ডডিস্ক ডিফ্রাগিং করে স্পেস চেক করে অপ্রয়োজনীয় প্রোগাম মুছে ফেলুন ৷
নিয়মিত অপশন থেকে টেম্পোরারি জমে থাকা ডাটা গুলো ডিলিট করতে হবে ৷
কম্পিউটার ফাস্ট করার গুরুত্বপূর্ণ টেকনিক
কম্পিউটার বা ল্যাপটপ দীর্ঘদিন ব্যবহারের ফলে এর প্রোগ্রাম ফাইলে কিছু টেম্পোরারী ফাইল জমা থেকে যায় যার জন্য দিনে দিনে কম্পিউটার স্লো কাজ করতে শুরু করে ।অনেকের দেখা যায় র্যাম, হার্ডডিস্ক, প্রসেসর ঠিক থাকার পরেও স্লো কাজ করে । তাই নিচের দেয়া টেকনিক টি ব্যবহার করলে আশা করি ভালো ফলাফল পাবেন-
কম্পিউটার ফাস্ট করার জন্য আপনাকে Windows+R বাটন চেপে অথবা Run অপশনে উপরের ছবির মত ঘরে লিখুন msconfig লিখে ok করুন
তার পর নতুন নিচের ছবির মত একটি পেজ আসবে সেখান Boot অপশনে যেতে হবে
সেখানে একটু নিচে Advance অপশনে গিয়ে Number of processor ঘরটি টিকমার্ক করে
সেই ঘরে 4 অথবা 2 সিলেক্ট করে দিয়ে ok করার পর Apply তে ক্লিক করুন
তার পর আবার ok তে ক্লিক করার পর Restart অপশনে ক্লিক করার পর আপনার কম্পিউটার টি রিস্টার্স হবে, তার পর দেখবেন আগের চেয়ে অনেক ফাস্ট কাজ করবে আপনার কম্পিউটার ইনশাআল্লাহ ।