কম্পিউটারের রান প্রোগ্রাম এর কাজ
আমরা যখন কম্পিউটার বা ল্যাপটপ উইন্ডোজ দেওয়ার পর ব্যবহার করা শুরু করি তখন কয়েক দিনের মধ্যেই দেখা কম্পিউটার বা ল্যাপটপ এর গতি অনেক স্লো হতে থাকে ৷ দেখা যায় কম্পিউটার বা ল্যাপটপ চালু হতে কিংবা বন্ধ হতে অনেক সময় লাগে ৷
এটার মূল কারন হলো কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারের ফলে বেশ কিছু ডাটা এর সংরক্ষনে থেকে যায় এবং টেম্পোরাললি ফাইল হয়ে জমা থাকে ৷ এই গুলো নিয়মিত Run option থেকে পরিস্কার করে রাখলে কম্পিউটারের কাজের গতি ফাস্ট থাকবে এবং কম্পিউটার বা ল্যাপটপ দ্রুত চালু বা বন্ধ হবে৷
আসুন জেনে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে Run option টি দিয়ে পরিস্কার করবেন- keyboard shortcut দিয়ে windows+R button একসাথে চাপলে রান কমান্ড চলে আসবে
কম্পিউটারের রান প্রোগ্রাম
আর উইন্ডোজ ১০ ব্যবহার করা হয় তাহলে নিচে সার্চ অপশনে Run লিখলে সেটা চলে আসবে তার সেটাকে start menu তে পিন করে নিতে পারেন এই অপশন টিতে লিখে হবে Recent তার ok তে ক্লিক করতে হবে এই Recent অপশনে জমা থাকা ডাটা গুলি ctrl A দ্বারা ক্লিক করে All সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিতে হবে
এভাবে আরো Prefetch লিখে ok তে ক্লিক করে অল সিলেক্ট করে ডিলিট করতে হবে, এভাবে %Temp%, Temp, Cookies, Tree, Ping এই গুলো একের পর একটা লিখে ok তে ক্লিক করে ডাটা গুলো ডিলিট করতে হবে ৷
এর পর আবার রান অপশনে Cleanmgr লিখে এন্টার করুন তার পর C-Drive Disk Clenup করার জন্য ok তে ক্লিক করে টেম্পোরারি জমে থাকা ফাইল গুলো টিক মার্ক করে ok তে ক্লিক করে Delete File তে ক্লিক করুন
এই ডাটা গুলো কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার শেষে বন্ধ করার পূর্বে নিয়মিত ব্যবহার পরিস্কার রাখলে কাজের গতি অনেক ভালো ও ফাস্ট থাকবে ৷
আরো পড়ুন--