কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করবেন/How to create a blog

কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করবেন
easy to create a blog


বর্তমান আধুনিক ও তথ্যপ্রযুক্তির যুগে একটি ওয়েব সাইটের প্রয়োজন অনেক গুরুত্বপূর্ণ ৷ তাই অনলাইন প্লাটফর্মে যারা নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য চিন্তা ভাবনা করছি তাদের জন্য এই আর্টিকেলটি অনেক গুরুত্ব পূর্ণ ৷ 

অনেকেই প্রথমে ভয় পেয়ে থাকেন, মনে করেন, কিভাবে ওয়েব সাইট খুলবো, কিভাবে ডোমেইন, হোস্টিং কিনবো ইত্যাদি নানা ঝামেলা ৷ 

কিন্তু আপনি যদি ফ্রি তে এসব করতে পারেন তাহলে বিষয়টা খুব দারুন তাই না? হ্যা আসলেই খুব সহজ- 

আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইলে তৈরি করে ফেলুন ফ্রি তে একটি ব্লগার ওয়েব সাইট ৷ সেখানে কোন ডোমেই বা হোস্টিং কেনা ছাড়াই নিজের মত করে সুন্দর করে ডিজাইন করে একজন প্রফেশনাল আর্টিকেল রাইটার হিসেবে গড়ে তুলুন নিজের ক্যারিয়ার৷ 

কিভাবে গুগল থেকে একটি জিমেইল দিয়ে ফ্রি তে ওয়েব সাইট তৈরি করবেন? 



একটি ব্লগার ওয়েব সাইট তৈরির জন্য প্রথমে প্রয়োজন একটি জিমেইল একাউন্ট তার পর গুগল ক্রোম ব্রাউজারে জিমেইল লগইন করে গুগলের ব্লগার সেকশনে যেতে পারেন বা Blogger.com লিখে সার্চ করলে প্রথমেই Blogger.com-create a unique and beautiful blog নামে যে লিংকটি পাবেন সেখানে ক্লিক করলেই আপনাকে Blogger site তে নিয়ে যাওয়া হবে- নতুন ইন্টারফেস চলে আসবে Create your Blog  তে ক্লিক করলেই আপনাকে জিমেইল চয়েস করতে বললে সেখান জিমেইলটি সিলেক্ট করলে মেইলের পাসওয়ার্ড চাইবে৷ 

সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে next এ চলে যেতে হবে ৷ সেখানে নতুন ইন্টারফেসে আসবে Choose a name for your blog 

সেখানে আপনি কি বিষয় নিয়ে ব্লগে লেখা লেখি করবেন সেই সম্পর্কিত ব্লগ সাইটটির নাম দিতে হবে যদি শিক্ষা মূলক কোন বিষয় হয় তাহলে দিতে পারেন যেমন, Teach Bangla এমন নাম দিয়ে next তে চলে যেতে হবে৷ 

সেখানে Choose a URL for your blog

এখানে দিতে পারেন teachbangla তার পর blogspot.com অটোমেটিক নিয়ে নেবে, তাহলে আপনার ব্লগের url তৈরি হলো teachbangla.blogspot.com 

আর যদি এমন হয় আপনার দেয়া ব্লগটির নাম available আছে তাহলে নাম কিছুটা পরিবর্তন করে দিয়ে next তে চলে আসবেন ৷ এই ইন্টারফেসে আসবে Confrime your display name এর মানে আপনার সাইটটিকে ভিজিটরদের কি নামে প্রদর্শন করাতে চান, তাই এখানে দিতে পারেন Teach Bangla তার পর Finish

আপনার ব্লগ তৈরি কাজ শেষ ৷ ইতি মধ্যে blogspot.com ডোমেইনের একটি সাইট তৈরি হয়ে গেছে৷ 

এখন যদি গুগলে আপনার সাইটি দেখতে চান তাহলে www.teachbangla.blogspot.com লিখে সার্চ করলেই আপনার সাইটি চলে আসবে ৷ তার পর এটাকে নিজের মত করে কাস্টমাইজ করে নিবেন৷ 


ব্লগার কাস্টমাইজ ও সেটিংস সম্পর্কে বিস্তারিত 

কিভাবে ব্লগে আর্টিকেল লিখবেন 



ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url