দলিল রেজিস্ট্রি করার পূর্বে ও পরে করণীয়

দলিল রেজিস্ট্রি করার পূর্বে ও পরে করণীয়


জমি ক্রয় করে তা সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল করা খুব জরুরী নয়তো বা সারা জীবনের সঞ্চয় দিয়ে সম্পত্তি কেনার ভুলের খেসারত দিতে হবে ৷ তার জন্য প্রথমে আপনাকে বেছে নিতে হবে অভিজ্ঞ একজন দলিল লেখক- একজন দলিল লেখকের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র দলিল লেখা সম্পন্ন হবার পর দলিল রেজিস্ট্রির জন্য সাব-রেজিস্টারের নিকট উপস্থাপনের পূর্বে নিম্নে লিখিত বিষয়গুলো খুব ভালো করে যাচাই করে নিতে হবে-

দলিল রেজিস্ট্রির জন্য দলিল দাখিলের পূর্বে করণীয়

১৷ দলিলের প্রতিটি পৃষ্ঠায় জমি বিক্রেতা অথবা দাতার/ পক্ষগণের দ্বারা সম্পাদন ও স্বাক্ষর আছে কিনা ৷ 

২৷ ভূমি মালিকের খতিয়ান অনুযায়ী দাগ নম্বর অংকে ও কথায় লেখা আছে কিনা ৷ 

৩৷ খতিয়ানে উল্লেখিত প্রকৃত শ্রেণি অনুযায়ী সম্পত্তির সঠিক মূল্য লেখা হয়েছে কিনা ৷ 

৪৷ দাগ নম্বর অনুযায়ী জমির নকশা এবং জমির সঠিক পরিমাণ লেখা হয়েছে কিনা ৷ 
৫৷ বিক্রেতা/ দাতার এবং ক্রেতা/ গ্রহিতার বিক্রিত ও অর্জিত জমির নিজ নিজ (হারাহারি) মালিকানার পরিমাণ সঠিকভাবে লেখা আছে কিনা ৷ 

৬৷ দলিলের হলফনামায় দাতার স্বাক্ষর আছে কিনা ৷

উপরোক্ত বিষয়গুলো ভালোভাবে যাচাই করার পর দলিলটি রেজিস্ট্রির জন্য উপযুক্ত মনে করবেন ৷

আরোও পড়ুন--

*সম্পত্তি বন্টনে ইসলামি শরিয়াহ 

*জমির খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম

এবার আসুন জেনে নেই জমি ক্রয় করার পর কি কি করণীয়

জমি ক্রয়ের পর করণীয়

যে কোন স্বত্বে/ দলিলের মাধ্যমে জমির মালিক হবার পর মালিকানা প্রতিষ্ঠা করার জন্য নিম্ন লিখিত কাজগুলো যথা সম্ভব তারাতারি করে নেয়া খুব ভালো  হবে- 

১৷ রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিল হাতে পেতে অনেক সময় লেগে যায়, তাই দলিল রেজিস্ট্রি হবার পর দলিলের সহি মহরী নকল বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে ৷ 

২৷ জমির রেজিস্ট্রিকার্য সম্পন্ন হবার পর আমিন/ সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে পূর্বের মালিকের কাছ থেকে দখল বুঝে নিতে হবে ৷ 

৩৷ দলিলের সার্টিফাইড কপি অর্থাৎ নকল কপি হাতে পাওয়ার পর যত তারাতারি সম্ভব সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে নিজ নামে নাম জারী আবেদন করতে হবে ৷ 

৪৷ জমি ক্রয় করার পর জমিতে আপনার দখল প্রতিষ্ঠার জন্য জমির প্রকৃত ব্যবহার যথা- ঘর বাড়ি নির্মাণ, চাষাবাদ, গাছপালা রোপন ইত্যাদি করতে হবে৷ 

৫৷ সহকারী কমিশনার (ভূমি) অফিসে আপনার নিজ নামে নামজারী সম্পন্ন হয়ে গেলে, নামজারী খতিয়ান ও ডি,সি,আর (খারিজের কার্বন কপি) সংগ্রহ করতে হবে এবং নতুন হোল্ডিংয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলার কপি সংগ্রহ করে ভালোভাবে সংরক্ষন করে রাখতে হবে ৷

আরোও পড়ুন--

*দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র 

*মৃত স্ত্রীর জমি হইতে স্বামীর প্রাপ্ত হিস্যা স্ট্যাম্প 

*শুল্ক বৃদ্ধি ৩০০ শতাংশ/ আপডেট 2023

ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url