জমির পরিমাপ/Determining the measurement of land

 শতাংশ, কাঠা, বিঘা, একর, হেক্টর


বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধিতে ভূমির পরিমাপ করা হয়ে থাকে । আমাদের বাংলাদেশ, পার্শ্ববতী ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম বিভিন্ন এলাকায় জমি পরিমাপের এককের মান আলাদা আলাদা ভাবে পরিলক্ষিত হয়ে থাকে । 

বাংলাদেশে জমি সংক্রান্ত যাবতীয় নথিপত্র, দলিলাদি সরকারি হিসাব ও অফিসিয়াল কাজে দুইভাবে জমির পরিমাপ নির্ণয় করা হয় যা- শতাংশের হিসাব ও কাঠার হিসাবে । 

এই দুই পদ্ধিতির মধ্যে সম্পর্ক হলো- এক একরের একশত ভাগের একভাগ কে বলা হয় এক শতাংশ এবং অন্য দিকে কাঠার উর্দ্ধতর একক হলো  "বিঘা" আর বিঘা'র  উর্দ্ধতর একক হলো  "একর"। ২০ কাঠা সমান এক বিঘা এবং তিন বিঘা সমান এক একর জমি । ভূমির এই পরিমাপ সর্বজনীন ও প্রতীয়মান হিসেবে বাংলাদেশে সরকারিভাবে অনুমোদিত । আর আন্তর্জাতিক ভাবে কখনো কখনো সরকারি কাগজে হেক্টর ব্যবহার করা হয় । 

শতাংশ, কাঠা, বিঘা, একর, হেক্টর 

১ শতাংশ = ৪৮.৪০ বর্গগজ 

৪৩৫.৬০ বর্গফুট = ১ শতাংশ

১ কাঠা = ১৬ ছটাক 

১ কাঠা = ১.৬৫ শতাংশ

১ কাঠা = ১৬৫ অযুতাংশ 

১ বিঘা  = ৩৩ শতাংশ

১ বিঘা  = ২০ কাঠা 

১ একর  = ১০০ শতাংশ

১ একর = ৬০.৬ কাঠা 

১ একর  = ৩.০৩ বিঘা 

১ হেক্টর = ২.৪৭ একর 

১ হেক্টর = ৭.৪৭ একর 

১ হেক্টর = ১০০ এয়র  

৫.০১ বর্গগজ = ১ ছটাক 

৪৫.০৯ বর্গফুট = ১ ছটাক 

১.১৯৬ বর্গগজ = ১ বর্গমিটার 

১০.৭৬ বর্গফুট =  ১ বর্গমিটার

মুসলিম ফারায়েজ আইন

মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, মাইল, কিলোমিটার, গজ, ফুট, ইঞ্চি

১ মিটার = ১০০ সেন্টিমিটার 

১ সেন্টিমিটার = ১০ মিলিমিটার 

১ মিলিমিটার = ১০০০ মাইক্রোমিটার 

১ মাইক্রোমিটার = ১০০০ ন্যানোমিটার 

১কিলোমিটার = ১০০০ মিটার

১ কিলোমিটার = ১০৯৩.৬১ গজ

১ গজ = ৩ ফুট 

১ ফুট = ১২ ইঞ্চি 

১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার

১ মাইল = ১.৬ কিলোমিটার 

১ মাইল = ১৭৬০ গজ 

বিভিন্ন পদ্ধতিতে জমির পরিমাপ 

বর্গা আকৃতির জমি গুলো সহজেই ক্ষেত্রফল বের করা যায়- এক্ষেত্রে জমির দৈর্ঘ্য ও প্রস্থ্য কে গুণ করলেই জমির ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব ৷ 

যেমন কোন জমির যদি দৈর্ঘ্য ৩০০ বর্গলিংক ও প্রস্থ্য ১০০ বর্গলিংক হয় তাহলে এর ক্ষেত্রফল দাড়াবে ৩০০০০ বর্গলিংক, এখন ১০০০ বর্গলিংক সমান এক শতাংশ 

সেহেতু ৩০০০০ বর্গলিংক কে ১০০০ দিয়ে ভাগ করলে ৩০ শতাংশ জমি পাওয়া যায় ৷ 

আর একই জমির দৈর্ঘ ও প্রস্থ ভিন্ন রকম হলে যেমন ধরি, জমিটি উত্তর দক্ষিণে দৈর্ঘ ও পূর্বে পশ্চিমে প্রস্থ, এর উত্তরাংশে দৈর্ঘ ৩৫০ বর্গলিংক ও দক্ষিণাংশে দৈর্ঘ ২৪৪ বর্গলিংক হয় তাহলে (৩৫০+২৪০)÷২= ২৯৫ বর্গলিংক 

এবং পশ্চিমে প্রস্থ ১০০ বর্গলিংক ও পূর্বে প্রস্থ ১২০ বর্গলিংক হয় তাহলে (১০০+১২০)÷২= ১১০ বর্গলিংক, 

এখন আমরা জানি জমির ক্ষেত্রফল বের করতে হলে এর দৈর্ঘ ও প্রস্থ গুণ করতে হবে, এখন দৈর্ঘ ২৯৫ বর্গলিংক ও প্রস্থ 

১১০ বর্গলিংক তাহলে ২৯৫×১১০= ৩২৪৫০ বর্গলিংক একে ১০০০ দিয়ে ভাগ করলে ৩২.৪৫ শতাংশ জমি হবে ৷ 

অনলাইনে জমি খারিজ করার নিয়ম

অনলাইনে জমির খতিয়ান আবেদন

 

ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url