গুগল নিউজ অ্যাপ্রুভ করার সঠিক নিয়ম-2022/Google news approve2022

Google news approve 2022


ব্লগের পোস্ট গুলি খুব দ্রুতভাবে ইনডেস্ক করাতে চাইলে গুগল নিউজের বিকল্প নেই ৷ আপনার ওয়েব সাইটটি যখন গুগল নিউজ এপ্রোভ হবে তখন আপনার যে কোন পোস্ট পাবলিশ করার কয়েক মিনিটের মধ্যেই ইনডেস্ক হয়ে যাবে ৷ 
আর একজন ব্লগারের প্রধান উদ্দেশ্যই হলো ভিজিটরদের আকর্ষিত করা৷ তাই ভালো কোন বিষয় নিয়ে নিয়মিত কাজ করলে আশা করা যায় ভালো ভিজিটর পাওয়া যাবে৷ 

আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে আর্টিকেল লিখে অনলাইনে ইনকাম করতে চান তবে আপনাকে যেমন এডসেন্স এপ্রোভ পেতে হবে আর এডসেন্স এপ্রোভ পেতে আপনাকে অবশ্যই গুগোল নিউজ ব্যবহার করতে হবে। সেখানে আপনার ওয়েবসাইটটি গুগলে সাবমিট করার ফলে আপনার আর্টিকেল গুলো অনেক সহজেই গুগলে রেংকিং হয়ে যাবে।

এখন মূল কথা হলো:- আপনার পোস্ট যদি ইনডেস্ক না হয় তবে আপনার সমস্ত পরিশ্রমই বৃথা ৷ তাই গুগল নিজউ এপ্রোভাল আপনাকে পেতেই হবে 

কিভাবে সঠিক নিয়মে গুগল নিউজ এপ্রোভাল পাবেন এই লেখাটি মনোযোগ দিয়ে পড়লে এবং এই নিয়ম অনুযায়ী কাজ করলে আপনি কোন সমস্যা ছাড়াই গুগল নিউজ এপ্রোভ তারাতারি পেয়ে যাবেন- 

কিভাবে গুগল নিউজ এপ্রোভ করবেন? 

এর জন্য আপনার ইন্টারনেট ব্রাউজারে জিমেইলটি লগইন করে নিতে হবে 
Set-1  গুগল সার্চে টাইপ করুন Google news publisher 
সেখানে উপরেই দেখতে পাবেন Publisher center google.com এটাতে ক্লিক করলে গুগল নিউজের মূল ড্যাশবোডে চলে যাবেন 
Google news approve 2022


Set- 2  Add publication তে ক্লিক করুন, সেখানে Publication name তে আপনার ওয়েব সাইটের ডিসপ্লে নামটি দিন । উপরে ছবিতে যেমন দেখতে পাচ্ছেন--
তার পর Primary website property তে এখানে আপনার ওয়েব সাইটের পুরো লিংকটি কপি করে বসিয়ে দিন 

তার পর Location এখানে বাংলাদেশের হয়ে থাকলে বাংলাদেশ সিলেক্ট করে দিন ৷ তার পর নিচের বক্সে টিকমার্ক করে Add publication তে ক্লিক করলে গুগল নিউজ এর প্রোফাইল তৈরি হয়ে যাবে । 
তার পর Publication Settings তে ক্লিক করতে হবে 

Google news approve 2022

Set- 3  
তার পর আপনাকে যেতে Publication settings তে, সেটিংসে ক্লিক করে Publication name নামটি সিলেক্ট করা থাকবে যেহেতু সেটা আগেই পূরণ করা হয়েছে 

তারপর Primary language এখানে আপনি কোন ভাষায় ব্লগটিতে লেখালেখি করবেন সিলেক্ট করে দিবে, যদি বাংলায় লেখালেখি করে সেখানে বাংলা সিলেক্ট করে দিবেন ৷ 
তার পর Location তে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ৷ 
Google news approve 2022


Primary website property URL এটা Unverified করা থাকলে ভেরিফাই করে দিন ৷  তার আগে যদি আপনার ওয়েব সাইটটি গুগল সার্চ কনসোলে একাউন্ট করা থাকে-- 
Verify in search console সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে যদি লগইনে থাকা সেই জিমেইল দিয়ে আপনি গুগল নিউজ এপ্রোভ করতে চান । ভেরিফাই হয়ে গেলে উপরে Save অপশন ক্লিক করে সেভ করে দিন । তার পর নিচে next অপশন ক্লিক করতে হবে 
Google news approve 2022


Set- 4 
এই অপশনটিতে আপনার ওয়েব সাইট এর জন্য ৫১২×৫১২ স্কোয়ার সাইজ লোগো তৈরি করে এড করতে বলা হয়েছে, এখানে দুইটা অপশনের জন্য একটা লাইট মোডের জন্য ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দিয়ে আরেকটা ডার্ক মোডের জন্য ব্যাকগ্রাউন্ড কালো কালার দিয়ে 
এটা আপনি চাইলে canva থেকে খুব সহজেই তৈরি করতে পারবেন৷ লোগো এড করে উপরে সেভ করে দিবেন

Step-5 তার পর গুগল নিউজের ড্যাশবোডে চলে যাবেন, সেখান থেকে Publication settings তে, সেটিংসে ক্লিক করে Publication name নামটি সিলেক্ট করা থাকবে যেহেতু সেটা আগেই পূরণ করা হয়েছে অপশন ক্লিক করতে হবে 

গুগল নিউজের ইডিট অপশন 
Basic information - এখানে আপনার ওয়েবসাইট রিলেটেড অপশনটি সিলেক্ট করে দিতে হবে, তার পর Publication category এখানে আপনার সাইট সম্পর্কিত অপশন অথবা পছন্দমত একটি অপশন সিলেক্ট করে দিন ৷ 
Distribution - world wide এখানে কিছু করার দরকার নেই, এটা world wide ই থাকবে৷ 

Google properties- এখানে কিছু করার লাগবে না, Allow all properties ই থাকবে ৷ তার পর উপরে সেভ অপশনে ক্লিক করে দিন ৷ (প্রতিটা অপশনের কাজ শেষ হলেই সেভ করে নিবেন)

তার পর Next তে ক্লিক করলে একটি নতুন পেজ চলে আসবে Sections এখানে 




কিভাবে Rss or Atom feed url লিংক তৈরি করবেন?

New section অপশনে ক্লিক করে Feed সিলেক্ট করে দিতে হবে, তার পর নতুন একটি ইন্টারফেস আসবে এখানে Section title এর ঘরে All Articles লিখে দিবেন ৷ তার পর নিচে 
Rss or Atom feed url- এখানে rss feed url তৈরি জন্য আপনার ওয়েবসাইটি ওপেন করতে হবে, 


আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনার ওয়েব সাইটের যে কোন স্থানে মাউসের রাইট ক্লিক করে নিচে view page source তে ক্লিক করলে একটি HTML পেজ ওপেন হবে সেখানে ctrl+F বাটন চেপে সার্চ বারে rss লিখলে নিচে দেখতে পারবেন 



উপরে ছবির মত rss লিংকটিতে ক্লিক করলে লিংকটি ওপেন হবে তার পর উপরের লিংকটির default এর পর প্রশ্নবোধক চিহ্ন সহ ?alt=rss এইটুকু কেটে দিয়ে বাকি পুরো লিংকটি কপি করে Rss or Atom feed url- এর ঘরে বসিয়ে দিবে লিংটি হবে 
https:// আপনার সাইট নাম feeds/posts/default



তার পর View access- এটা কিছু করা লাগবে না, Anyone থাকবে, যদি না থাকি Anyone করে টিকমার্ক করে দিয়ে নিচে Add অপশনে ক্লিক করে তার পর সেভ করে দিবেন, তার পর নিচে Next তে ক্লিক করলে 

Review and Publish নামে একটি অপশন চলে আসবে এখানে দুইটি অপশন দেখতে পারেন Content review এটা হলো আপনার কনটেন্ট গুলি যা Add হতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে 
আরেক অপশন হলো General review এখানে যদি দেখেন missing contact তার মানে আপনার কোন অপশন ফিলআপ করা বাকি আছে, Review তে ক্লিক করে সেটা ঠিক করে নিবেন ৷ 



এবং Terms of service নামে অপশন যদি ফিলআপ করা না হয় তাহলে উপরে ছবির মত করে ফিলআপ করে নিবেন ৷ 
আপনার কাজ শেষ এখন কনটেন্ট গুলি এড হয়ে গেলে Review and Publish অপশন থেকে Publish তে ক্লিক করে দিবেন ৷ 
তার পর আপনার গুগল নিউজ অ্যাপ্রোভ হওয়ার In review তে থাকবে ৷ 


৪ থেকে ৫ দিনে মধ্যে আশা করি গুগল নিউজ অ্যাপ্রোভ পেয়ে যাবেন, যদি উপরের নিয়ম গুলো মেনে সঠিকভাবে ফিলআপ করেন ৷ 
এই আর্টিকেল টি যে ওয়েবসাইট দ্বারা তৈরি করা হলো মাত্র তিন দিনেই গুগল নিউজ এপ্রোভ হয়েছে । 
সব চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার ওয়েবসাইট টিতে আগে ৪-৫ টি আর্টিকেল পোস্ট করা থাকতে হবে এবং গুগল সার্চ কনসোল একাউন্ট তৈরি থাকতে হবে ।

ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url