কিভাবে গুগল ওয়েব স্টোরি একাউন্ট তৈরি করবেন?
আপনার যদি একটি ওয়েব সাইট থাকে তাহলে এর পাশাপাশি আপনি গুগল ওয়েব স্টোরি করার মাধ্যমে আপনার ওয়েব সাইটে ভিজিটর যেমন বাড়াতে পারবেন তেমনি আপনার যদি Google Adsense একাউন্ট থাকে তবে Google ওয়েব স্টোরির মাধ্যমে ভালো একটা ইনকাম করা সম্ভব ৷ আমরা সবাই জানি সার্চ ইঞ্জিনের সবচেয়ে জনপ্রিয় হলো গুগল ৷
তাই যারা ব্লগিং নিয়ে কাজ করে থাকি ৷ পাশাপাশি ওয়েব স্টোরিও তৈরি করতে পারেন৷
ওয়েব স্টোরি একাউন্ট
Google web stories
একাউন্ট তৈরির জন্য প্রথমে গুগলে আপনার জিমেইল টি লগইন করে নিতে হবে তার পর গুগলে সার্চ করুন Make stories → উপরে ছবিতে দেখতে পাচ্ছেন Make stories তে ক্লিক করে Sign up করতে হবে তার পর sign up with google সিলেক্ট করে আপনার জিমেইলটি চয়েস করে দিতে হবে
তারপর তিন টি Step next করলে নতুন ইন্টারফেস চলে আসবে আপনি চাইলে skip করেও যেতে পারেন ৷ নতুন ইন্টারফেস থেকে Let's Get Start তে ক্লিক করে সেখানে আপনার নিজে সম্পর্কে উপস্থাপন করুন, মানে আপনি কি কাজ করেন?
তিনটি স্টেপ Next করে Let's Get Start |
যেমন ধরুন content writer/ Editor আপনার যে বিষয়ে অভিজ্ঞতা আছে কিংবা যে নিশ নিয়ে আপনি সাইটে লেখালেখি করেন সিলেক্ট করে Article Blog বক্সে টিকমার্ক করে
গুগল ওয়েব স্টোরি একাউন্ট সেটিংস
উপরে ছবিতে দেখতে পাচ্ছেন General SEO settings
এখানে আপনার জিমেইল টি অটোমেটিক Profile settings তে চলে আসবে । এখানে ভাষা সিলেক্ট করে নিতে হবে আপনি কোন ভাষায় ওয়েব স্টোরি তৈরি করতে চান
অপর দিকে আপনি চাইলে আপনার মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন, তবে এটা না করাই ভালো, সেভ দিয়ে General settings তে Author Name তে আপনার নাম, Publisher name- এখানে পাবলিশার নামটি হলো আপনি কোন ওয়েব সাইটের অধীনে এই ওয়েব স্টোরি বানাতে চান সেই সাইটির পাবলিশ নাম দিতে হবে
Author type- এখানে Person করে দিয়ে Story language টিকমার্ক করে দিন যদি বাংলায় লিখতে চান তাহলে বাংলা সিলেক্ট করে সেভ করে দিন
এবার আসুন Branding→ এখানে আপনার স্টোরির একটি ব্রান্ড নাম দিতে হবে, Industry যেমন Content marketing দিয়ে Add log→ এখানে আপনার স্টোরির জন্য একটি লগো সিলেক্ট করে দিবেন, আর চাইলে লগোর লিংকটি দিতে পারেন পাশে লিংক অপশনটি রয়েছে ৷
Add Favicon→ যারা সাইট ব্লগিং করে থাকেন তারা অবশ্যই ফেভিকন সম্পর্কে জানেন, তাই আপনার ওয়েব স্টোরির পরিচিত ধরে রাখতে ও পরিচিতি বাড়াতে Favicon ছবি ব্যবহার করতে হবে, এমনকি আপনার ওয়েব সাইটের ফেভিকন ইমেজটিও ব্যবহার করতে পারেন ৷
Add logo এবং Favicon চাইলে পরে সময় নিয়ে ঠিক করে দিয়ে পাবরেন ৷
এখানে সেভ দিয়ে নিচে
Typography→ এখানে আপাতত কিছু করার দরকার নেই ৷ এটা হলো ওয়েব স্টোরির ফ্রন্ট সাইজ, কালার, এগুলো আর কি, আপনি চাইলে নিজের পছন্দ মত কাস্টমাইজড করে নিতে পারেন ৷
Analytics→ এটা অনেক গুরুত্বপূর্ণ ৷ অনেকেই আছে Google Analytics একাউন্ট থাকলেও Tracking ID তৈরি করতে পারেন না, নিচের লিংকটিতে ক্লিক করে জেনে নিবেন কিভাবে গুগল এনালাইটিক্স ট্রেকিং আইডি তৈরি করবেন,
এখানে Tracking ID দিয়ে আপনার যদি ফেসবুক Tracking ID থাকে দিতে পারেন আর না থাকলে সেভ ডিটেইলস ক্লিক করুন
Social media→ এই নাম থাকলেও কোন সমস্যা নেই
Advertising setup→ আপনি যদি ওয়েব স্টোরির মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এই অপশনটি খুবই জরুরী, আর আপনার যদি একটি Google Adsense একাউন্ট থেকে থাকে তাহলে এখানে Monetization Option সিলেক্ট করে Google Adsense একাউন্ট পাবলিশার আইডি বসিয়ে দিতে হবে ৷ তার জন্য যেতে হবে আপনার Adsense একাউন্টে ওয়েব স্টোরির নতুন এড তৈরির জন্য এডসেন্স একাউন্টের Ads অপশনে এখানে By ad unit তে ক্লিক করে ওয়েব স্টোরিতে এড ব্যবহার করার জন্য একটি নতুন নাম দিন,
তার পর Ad size থেকে ঠিক করে নিতে পারেন কেমন সাইজের এড শো করাতে চান ৷
Create→ এখানে ক্লিক করলে HTML যে কোডটি দেখতে পাবেন, উপরে ছবিতে সিলেক্ট করা অংশটুকু হবে Publisher Id যেটা "ca-pub********" এই অংশ টুকু কপি করে পাবলিশার আইডিতে বসিয়ে দিবেন, তারপর Solot Id এটাকেও ছবির মত অংশটুকু কপি করে বসিয়ে দিয়ে সেভ করে দিবেন ৷
Bulk Update Stories→ এটাতে কিছু করা লাগবে না ৷
Domain Settings→ এখানে আপনার ওয়েব সাইটের ডোমেইন Add করতে হবে, এখানে শুধু Publisher name এর সাথে .com দিতে হবে
Setup Domain Name→ এখানে ক্লিক করে আপনার ওয়েব স্টোরির জন্য নতুন একটি ডোমেইন তৈরি করতে হবে ৷ উপরে ছবির মত দেখতে পাবেন, Domain name এর আগে শুধু আপনার নাম দিয়েও একটি সাব ডোমেইন তৈরি করে Proceed তে ক্লিক করলে আপনার সাইট ডোমেইন এর DNS তথ্য দিতে হবে তার জন্য আপনার যেতে হবে যে কোম্পানী থেকে ডোমেইন কিনেছেন সেখানে আপনার জিমেইল দিয়ে হয়তো লগইন করা থাকবে ৷ যেমন আপনি যদি নেইমচিফ থেকে ডোমেইন কিনে থাকেন সেখানে লগইন করে DNS management থেকে আপনার তথ্য গুলো বসিয়ে দিবেন
আপনার ওয়েব স্টোরির একাউন্ট তৈরির কাজ শেষ--
এবার Create new stories থেকে তৈরি করুন
কিভাবে স্টোরি তৈরি করবে জানতে নিচের লিংকে ক্লিক করুন
গুগল ওয়েব স্টোরিজ কিভাবে বানাবেন