কিভাবে ব্লগারে গুগল এনালিটিক্স সেটআপ করবেন? How to setup google analytics in blogger

গুগল এনালিটিক্স সেটআপ
Google analytics Tracking Id

যারা ওয়েব সাইট নিয়ে কাজ করে থাকি তারা সবাই Google analytics এর সাথে পরিচিত। কিন্তু যারা নতুন ব্লগিং শুরু করেছেন তারা হয়তো Google analytics একাউন্ট তৈরি করেছেন। কিন্তু ব্লগের সেটিংস অপশনে এই Analytics Tracking ID কিভাবে তৈরি করবে বা কোথায় পাবেন জানেন না । 

আপনার যদি একটি ব্লগ সাইট থাকে তবে আপনাকে অবশ্যই Google analytics সেটআপ করে নিতে হবে। এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়লে Google analytics এর পরিপূর্ণ ধারণা পেতে যাবো এবং কিভাবে Analytics Tracking ID তৈরি করবেন তা জানতে আপনাকে সহায়তা করবে- 

Google analytics কি ? 

Analytics শব্দের মানেই হলো পরিসংখ্যান বা পর্যবেক্ষণ । তেমনি একটা ওয়েব সাইটের বা ব্লগের মনিটরিং করার জন্য ব্লগটির ভিজিটর কেমন আসছে এবং কোন কোন দেশ থেকে ভিজিটর আসছে, কোন কোন লেখা গুলো মানুষ বেশি বেশি পড়ছে ইত্যাদি নিয়ন্ত্রণ করার জন্য Google analytics একাউন্ট বিশেষ প্রয়োজন। Google analytics এটি গুগলের নিজস্ব একটি টুলস যা গুগল নিজে  পরিচালনা করে থাকে। অনলাইনে এমন অনেক টুলস আছে যার জন্য ফি প্রদান করতে হয়। কিন্তু Google analytics ব্যাবহারে কোনো ফি প্রদান করতে হবে না । আপনার ওয়েব সাইটের যাবতীয় তথ্য গুগল এনালাইটিক্স একাউন্টের মাধ্যমে বিনা মূল্যে পেতে থাকবেন ৷ 

কিভাবে Google analytics একাউন্ট খুলবেন ? 

গুগল এনালিটিক্স ব্যবহারের জন্য প্রথমত প্রয়োজন একটি জিমেইল ও একটি ওয়েবসাইট 
গুগল এনালিটিক্স সেটআপ

Step-1 প্রথমে আপনার কম্পিউটার বা লেপটপ অথবা মোবাইলের যে কোনো ব্রাউজারে জিমেইল লগইন করে নিতে হবে তার পর সার্চ বারে Google analytics লিখে সার্চ করলে উপরে ছবির মত পেজটি চলে আসবে সেখানে লাল বৃত্ত চিহ্নিত লিংকে প্রবেশ করে Start Measuring অপশনে ক্লিক করলে  Account setup Option চলে আসবে 
গুগল এনালিটিক্স সেটআপ

1. Account Name- তে আপনার নাম অথবা আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে দিবেন তার পর নিচে যে টিকমার্ক চিহ্ন ঘরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ঘরে টিকমার্ক  করে দিয়ে  Property setup অপশনে চলে যান- 

গুগল এনালিটিক্স সেটআপ


2. Property setup- তে আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে দিবেন তার পর নিচে Time zone অপশনে বাংলাদেশ সিলেক্ট করে দিলে অটোমেটিক বাংলাদেশ টাইম সিলেক্ট হয়ে যাবে ।  

3. Currency- এটা US Dollar করা থাকবে । এটা পরিবর্তন করার দরকার নেই। তবে আপনি চাইলে BDT ও করে দিতে পারবেন । 


গুগল এনালিটিক্স সেটআপ
তার পর নিচে দেখতে পাবেন Show Advanced Options এখানে ক্লিক করে ডানে পাশে সুইচটি ও করে দিন, তার পর নিচের বক্সে আপনার ওয়েবসাইটের লিংকটি দিতে হবে অর্থাৎ সেখানে সবুজ চিহ্নিত ঘরে https:// সিলেক্ট করা থাকবে আর যদি দেখেন সেখানে শুধু http:// রয়েছে তাহলে অবশ্যই https:// সিলেক্ট করে দিবেন । তার পর বক্সে www. যুক্ত করে আপনার ওয়েবসাইটের নামটি বসিয়ে দিন । তার পর ছবির মতো বক্স দুইটি টিকমার্ক করে দিয়ে Next অপশনে ক্লিক করে দিন 
গুগল এনালিটিক্স সেটআপ
4.Business informationএখানে Industry Category তে আপনার ওয়েবসাইট টিতে কি ধরণের লেখা লেখি করা হয়ে থাকে সে বিষয়টি সিলেক্ট করে দিন । যেমন আমি দিয়েছি Computers & Electronics
গুগল এনালিটিক্স সেটআপ
5. Business Sizeএখানে আপনার ওয়েবসাইট টিতে কত জন লোক নিয়ে কাজ করে থাকেন সেটি সিলেক্ট করতে হবে। এখানে আপনি প্রথম অপশন Small 1 to 10 employee করে দিন । 

6. How do you intend to use google analytics with your business?
 এখানে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী টিকমার্ক  করে নিবেন। আপনি চাইলে সবগুলো বক্সে টিকমার্ক করতে পারেন কোনো সমস্যা নাই। আবার পছন্দ মতো ২-৩টি বক্সে টিকমার্ক করতে পারেন।  আর যদি আপনার ওয়েবসাইটের ক্যাটেগরির সাথে না মিলে তবে Other বক্সে টিকমার্ক করলে সেটা নিচে লিখে দিতে হবে। 
তার পর নিচে Create অপশনে ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস চলে আসবে 

গুগল এনালিটিক্স সেটআপ
7. Google Analytics terms of service Agreement- 
এখানে দেখতে পারবেন United Sates সিলেক্ট করা আছে এখানে আপনি Bangladesh সিলেক্ট করে দিবেন । তার পর নিচে I also accept the data এই বক্সটি  টিকমার্ক করে নিবেন। এই অপশটিতে নিচে 8. নং লাইনটি লেখা থাকবে সেখানেও Accept তে টিক মার্ক দিয়ে তার পর নিচে I Accept বক্সে ক্লিক করে দিন৷ 

৪. Google Measurement controller Data protection Terms 
এখানে নিচে I accept the Measurement controller Data protection Terms এই বক্সটি  টিকমার্ক করে নিবেন। তার পর I Accept  ক্লিক করে দিন----- 
গুগল এনালিটিক্স সেটআপ
তার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে- My email Communications এই বক্সটি শুধু সেভ করে নিবেন। 
গুগল এনালিটিক্স সেটআপ
তার পর Web Stream Details নতুন একটি ইন্টারফেস চলে আসলে কেটে দিন আপনার গুগল এনালিটিক্স একাউন্ট তৈরি হয়ে গেছে । 

কিভাবে গুগল এলাইটিক্স আইডি তৈরি করবেন? 

Google Analytics Tracking ID
এনালাইটিক্স ট্রেকিং আইডি তৈরির জন্য আপনাকে যেতে আপনার গুগল এনালাইটিক্স একাউন্টে সেখানে নিচে দেখতে পাবেন সেটিংস Admin নামে একটি অপশন সেখানে ক্লিক করলে একটি নতুন ইন্টারফেস চলে আসবে নিচের ছবির মত
গুগল এনালিটিক্স সেটআপ

তার পর এখানে দেখতে পারবেন ডান পাশে Create property নামে অপশন রয়েছে তার GA--সংখ্যা দিয়ে একটি আইডি থাকবে এবং UA--- সংখ্যা দিয়ে একটি আইডি থাকবে আপনাকে UA-- এই আইডি টা সিলেক্ট করে দিতে হবে তার পর নিচে দেখতে পারবেন Treacking info নামে অপশন
 
গুগল এনালিটিক্স সেটআপ

তার পর Treacking info তে ক্লিক করলে

গুগল এনালিটিক্স সেটআপ

নিচের ছবির মত দেখতে পাবেন লাল চিহ্নিত ঘরে Treacking ID UA--- দিয়ে এটা কপি করবেন 

গুগল এনালিটিক্স সেটআপ
তার পর আপনার ব্লগের সেটিংস অপশনে গিয়ে Google Analytics Property ID তে পেস্ট করে সেভ করে দিন ৷ 
 
গুগল এনালিটিক্স সেটআপ
পোস্ট টি ভালো লাগলে আশা করি শেয়ার করবেন ৷ 



ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
3 Comments
  • Md. Saiful islam
    Md. Saiful islam ১০ সেপ্টেম্বর, ২০২২ এ ১১:১০ PM

    Khub sundor hoyeche

  • NITAI CHANDRA PAL
    NITAI CHANDRA PAL ২ মে, ২০২৩ এ ১১:২৯ PM

    ভালো লাগলো, দাদা।

  • NITAI CHANDRA PAL
    NITAI CHANDRA PAL ২ মে, ২০২৩ এ ১১:৩০ PM

    ভালো লাগলো, দাদা।

Add Comment
comment url