বাংলা টাইপিং যুক্তবর্ণ লেখার নিয়ম

বাংলা টাইপিং যুক্তবর্ণ লেখার নিয়ম


কম্পিউটার ব্যবহার দিনের পর দিন বেড়েই চলছে ৷ টাইপিং থেকে শুরু বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে ৷ ব্যাবসায়িক, অফিশিয়াল ও বিভিন্ন ক্ষেত্রে বাংলা টাইপিং এর ব্যবহার অনেক প্রয়োজন । যদি কোন অফিসে কম্পিউটারের কাজ করে থাকেন আর সেখানে যদি বাংলা টাইপিং এর কাজ করতে বলা হয় ।

 শুধু অফিশিয়াল কাজ নয় নিত্যদিন বিভিন্ন ক্ষেত্রে বাংলা টাইপিং এর প্রচলন চলছে আর বিজয় কিবোর্ডে বাংলা ফ্রন্ট গুলো খুব সুন্দর করে সাজানো থাকে যা- আপনার অফিশিয়াল কাজ, ম্যাসেজ, ব্লগিং ইত্যাদি কাজ খুব সহজেই করতে পারেন এর মাধ্যমে এর জন্য অবশ্যই আপনাকে বাংলা টাইপিং দক্ষ হতে হবে । 

বাংলা টাইপিং করার জন্য শুদ্ধ বানান জানা যেমন জরুরী, তেমনি যুক্তবর্ণ জানা ও কিভাবে লিখতে তা অবশ্যই জানতে হবে । যুক্তবর্ণ লেখার পদ্ধতি নিয়ে আজকের এই লেখাটি । কারণ কম্পিউটারের সঠিক ব্যবহার না জানলে ভালোভাবে শুদ্ধ বানান ও সঠিকভাবে যুক্তবর্ণ লেখা সম্ভব না । 

বিজয় কিবোর্ড বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম

আপনি যদি বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং শিখতে চান বা যুক্তবর্ণ লিখতে  চান তাহলে আপনাকে কম্পিউটারের মাইক্রোসফ্ট ওয়ার্ড ডকুমেন্ট খুলে আপনাকে প্রথমে বাংলা ফ্রন্ট সিলেক্ট করে নিতে হবে ৷ 

তার পর CTRL+ALT+B বাটন একসাথে চেপে কিবোর্ডটি কে বাংলা করে নিতে হবে ৷ এমনকি CTRL+ALT+V বাটন চেপেও বাংলা ফ্রন্ট সিলেক্ট করতে পারেন ৷ 

বাংলা যুক্তবর্ণ 

ঞ্জ = Sheft+I+G+U --যেমন গঞ্জ, পঞ্জিকা, গীতাঞ্জলি, পাঞ্জেরী 

শ্ম =  Shift+M+G+M --যেমন কাশ্মিরি 

র্ধ্ব Shift+L+G+H+Shift+A --যেমন ঊর্ধ্ব

ন্থ B+G+Shift+K --যেমন গ্রন্থ, গ্রন্থি, 

ত্রK+Z --যেমন ছাত্র 

G+C --যেমন এক, একাধিক 

ন্ত্রB+G+K+Z --যেমন মন্ত্রী মন্ত্রণালয় প্রজাতন্ত্রী 

ষ্ণ Shift+N+G+Shift+B --যেমন কৃষ্ণ উষ্ণ  

J+G+Shift+N --যেমন 

হ্মI+M  --যেমন ব্রাহ্মণ 

ক্ষ্মJ+G+shift+N+G+N --যেমন সূক্ষ্ম 

ক্ষ = J+G+ Shift+N --যেমন ক্ষমা ক্ষতি 

ক্ষ্ম = J+G+Shift+N+G+M+Shift+D --যেমন লক্ষ্মী 

ন্ডB+G+E --যেমন ন্ড, কান্ডারি, কান্ড 

ঙ্খQ+G+Shift+J --যেমন উচ্ছশৃঙ্খল শৃঙ্খলা  

র্তৃ K+A+Shift+A --যেমন কর্তৃক 

শ্ব Shift+M+G+H --যেমন আশ্বিন ঢাকেশ্বরী বিশ্বাস 

ব্রু =  H+Z+S --যেমন ফেব্রুয়ারী ব্রুনাই হিব্রু 

ঞ্চ  Shift+I+G+Y --যেমন চঞ্চল পঞ্চাশ পঞ্চগড় 

হ্নI+G+B --যেমন অপরাহ্ন বহ্নি চিহ্ন 

জ্ঞU+G+Shift+I --যেমন বিজ্ঞান জ্ঞান 

ক্র J+Z --যেমন ক্রমিক, শুক্রবার, শুক্রাণু, ক্রমান্বয় 

স্ক্র = N+G+J+Z --যেমন স্ক্রল 

চ্চY+G+Y --যেমন উচ্চ, 

চ্ছ = Y+G+Shift+Y --যেমন উচ্ছাস  

চ্ছ্বY+G+Shift+Y+G+H --যেমন সচ্ছল 

স্বN+G+H --যেমন স্বর, স্বরণ, স্বদেশ, স্বাক্ষী 

স্মS+G+M --যেমন স্মরণ, স্মৃতি, স্মারক 

ক্স = J+G+N --যেমন কক্সবাজার, বাক্স, 

স্কN+G+J --যেমন স্কয়ার 

স্ফ = N+G+Shift+R --যেমন অস্ফালন 

ষ্ফShift+N+G+Shift+R --যেমন অস্ফালন 

ন্ধ্র B+G+Shift+L+Z --যেমন রন্ধ্র 

ন্দ্রB+G+L+Z --যেমন চন্দ্র  তন্দ্রা রবীন্দ্র 

গ্ধ = O+G+Shift+L --যেমন মুগ্ধ, দুগ্ধ 

দ্ধ = L+G+Shift+L --যেমন আবদ্ধ 

দ্দ্ব L+G+L+G+H --যেমন পদ্দ্ব 

ব্দ = H+G+L  --যেমন শব্দ, জব্দ, 

কম্পিউটার বাংলা টাইপিং সিট

ব্ধ = L+G+Shift+L --যেমন লব্ধ 

দ্ভু = K+G+Shift+H+S  অদ্ভূদ 

দ্রূ = L+Z+S --যেমন বিদ্রূপ 

দ্ম = L+G+M --যেমন পদ্ম, পদ্মা 

ন্ধ = B+G+Shift+L  --যেমন বন্ধন বন্ধক বান্ধবী 

ন্ধু B+G+Shift+L+S --যেমন বন্ধু 

ণ্ঠ  =  Shift+N+G+Shift+T --যেমন কণ্ঠ  

ন্মB+G+M  --যেমন চিন্ময় 

ঙ্কQ+G+J --যেমন অঙ্ক, অঙ্কন 

ঙ্গ Q+G+O --যেমন অঙ্গীকার জঙ্গল 

প্তP+G+K --যেমন প্ৰাপ্ত অপর্যাপ্ত সপ্ত 

ক্তJ+G+K --যেমন যুক্ত, সনাক্ত, বিভক্ত 

ল্লা = L+G+L --যেমন আল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ 

ল্প = Shift+V+G+R --যেমন অল্প, কল্পনা, আল্পনা  

ল্কা = V+G+J+F --যেমন উল্কা 

মাইক্রোসফট ওয়ার্ড এর শর্টকাট key

ল্গু = Shift+V+G+O+S --যেমন ফাল্গুন স্প্ল্যাশন 

স্প্ল = N+G+R+Shift+V --যেমন স্প্ল্যাশন 

তৈ = Shift+C --যেমন তৈরি, পৈত্রিক, বৈমাতৃক, অবৈধ 

নৌShift+X --যেমন নৌকা, নৌবাহিনী, নৌপথ 

স্থN+G+Shift+K --যেমন সুস্থ, স্বাস্থ, অধীনস্থ 

ষ্ঠ Shift+N+G+shift+T --যেমন ষষ্ঠ, উষ্ঠ, কনিষ্ঠ, ভুমিষ্ঠ

স্ট = N+G+T --যেমন ইনস্টিটিউট মাস্টার, স্টার, পোস্ট 

ষ্ট = N+G+T --যেমন রেজিষ্টার, ষ্টার, নষ্ট, 

ষ্ট্র = Shift+N+G+T+Z রেজিষ্ট্রেশন 

ট্ট= T+G+T --যেমন ছোট্ট, চট্টগ্রাম, কট্টর 

স্ত্ৰ = N+G+K+ Z --যেমন শাস্ত্ৰ, স্ত্রী, মিস্ত্রী, 

রূ = V+ Shift+S --যেমন রূপক, 

প্যাShift+Z --যেমন প্যারামেডিকেল 

ন্ট = N+G+T --যেমন ক্যান্টনমেন্ট, ইজমেন্ট, মোমেন্ট, পার্লামেন্ট

ঞ্ছShift+I+G+shift+Y --যেমন লাঞ্ছনা, অবাঞ্ছিত 

ত্তK+G+K --যেমন সত্তা, সত্তর, উত্তর 

ন্ন = B+G+B --যেমন অন্ন, নবান্ন, কান্না

ম্ন  = M+G+B --যেমন  নিম্ন,  

শ্রূ Shift+M+Z+Shift+S --যেমন শুশ্রূষা 

শ্রু = Shift+M+Z+S  অশ্রু 

শ্রা = Shift+M+Z+F শ্রাবন 

শ্রী = Shift+M+Z+Shift+D

ষ্প = Shift+N+G+R --যেমন নিষ্পত্তি 

ম্প = M+G+R --যেমন কম্পিউটার, ক্যাম্পাস 

শ্চ =  Shift+M+G+Y --যেমন নিশ্চিত, পশ্চাৎ 

জ্ব = U+G+H --যেমন আলহাজ্ব, জ্বালানি 

ক্ক = J+G+J --যেমন হক্ক, হক্কানী 

হ্য = I+Shift+Z  --যেমন গ্রাহ্য 

হৃ = I+A  --যেমন হৃদয়  

 = G+A --যেমন ঋণ, ঋষি

ভ্রুShift+H+Z+Shift+S

ভ্র= (Shift+H)+Z- যেমন ভ্রমর

হ্ব I+G+H =আহ্বান

= G+shift+S 

= G+A

= G+C

= G+shift+C

= X 

=G+Shift+X 

কিছু শুদ্ধ বানান 

রেজিস্ট্রেশন,

অর্পণ, 

অগ্রহায়ণ, ফাল্গুন,  নূপুর,  শূন্য,  ত্রিভুজ,  দুর্ভিক্ষ,  কৌতুক,  ভুল,  দুর্লভ, অণু, মুহূর্ত, ভুবন, দুর্গ, মধুসূদন, দুর্গা, বধূ, বিদ্রুপ, ঊর্ধ্ব, শিমুল, মধুর, ভুক্ত, চুর, পুণ্য, অদ্ভুত, মূল্য, নতুন, নূপুর, মরূদ্যান, শুশ্রূষা, খেলাধুলা, দূষিত, প্রসূন, সূতা, বিদূর, ভূত, মূর্খ পূজা

কম্পিউটার keyboard এর শর্টকার্ট


ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
2 Comments
  • নামহীন
    নামহীন ৩১ আগস্ট, ২০২৩ এ ১২:৩৩ AM

    আপনার প্রত্যেকটা কাজ ভালো লাগলো। এবং আমি অনেক উপকার পেয়েছি।

    • Md. Saiful islam
      Md. Saiful islam ২ সেপ্টেম্বর, ২০২৩ এ ১:৫৯ PM

      Thank you.!!

Add Comment
comment url