জমি পরিমাপ নির্ণয়ের পদ্ধতি
জমি পরিমাপ নির্ণয়ের পদ্ধতি |
অনেকেই আছি জমির সঠিক পরিমাপের পুরোপুরি অজ্ঞ ৷ কিভাবে জমি পরিমাপ করতে হয় জানা নেই৷ আমাদের দেশে সচরাচর জমির পরিমাপ করা হয় শিকল, ফিতা অথবা চেইন দিয়ে ৷ এই লেখাটি বিস্তারিত পড়লে আপনিও খুব সহজেই শিকল বা ফিতা দিয়ে আপনার আপনার জমির সঠিক পরিমাপ নির্ণয় করতে পারবেন ৷
জমি পরিমাপ পদ্ধতি
একটি শিকলের দৈর্ঘ্য ৬৬ ফুট অর্থাৎ ২২ গজ পরিমান হয়ে থাকে ৷ একটি শিকলে ১০০টি লিংক দ্বারা বিভক্ত করা থাকে ৷ যার প্রতিটি লিংকের দৈর্ঘ্য হলো ৭.৯২ ইঞ্চি ৷ এটাকে ১০০০ বর্গলিংকে ১ শতাংশ হিসাবে জমির পরিমাপ করা পদ্ধতি খুবই সহজ৷
এখন আপনি যদি ফিতা দিয়ে জমির পরিমাপ করতে চান, তাহলে এটাকে ফুট আকারে পরিমাপ করতে হবে৷ এক শতাংশ জমি পরিমাপের জন্য ৪৩৬.৬ বর্গফুট হিসাব ধরে পরিমাপ করতে পারবেন ৷
বিভিন্ন আকৃতির জমি পরিমাপ
জমির আকৃতি যদি বর্গাকার অথবা আয়তকার হয় তাহলে খুব সহজেই এর ক্ষেত্রফল বের করা যায়, আমরা জানি দৈর্ঘ্য ✕ প্রস্থ = ক্ষেত্রফল,
যেমন ধরুন, জমির দৈর্ঘ্য = ৪০০ বর্গলিংক আর প্রস্থ = ১০০ বর্গলিংক এর ক্ষেত্রফল দাঁড়াবে ৪০০✕১০০= ৪০০০০ বর্গলিংক এখন ১০০০ বর্গলিংক সমান এক শতাংশ হলে ৪০০০০ বর্গলিংক এর জমির পরিমান হবে ৪০০০০ বর্গলিংক কে ১০০০ দিয়ে ভাগ করলে এর শতাংশের পরিমান বের করা যাবে । আর এর ভাগফল হচ্ছে ৪০ শতাংশ, এবং ফুট হিসাবে জমির পরিমান বের করতে হলে বর্গক্ষেত্র বের করতে হবে ।
এক কাঠা সমান কত শতাংশ এগুলো বিস্তারিত জানতে ক্লিক করুন
দৈর্ঘ্য, প্রস্থের গড় বের করার পদ্ধতি
কোন জমির যদি দুই পাশের দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন এবং দুই পাশের প্রস্থও যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে নিচের চিত্রের মতো হয়
অসমান জমির সঠিক মাপ বের করার জ্যামিতিক সূত্র
বিভিন্ন আকৃতির জমির সঠিক পরিমাপ বের করার জন্য জ্যামিতিক সূত্র ব্যাবহার করা হয় । তার জন্য জ্যামিতিক সূত্র জানা থাকা দরকার । জ্যামিতিক সূত্র গুলো না জানা থাকলেও নিম্নে কয়েকটি সূত্র দেখানো হলো একটু ভালো করে লক্ষ্য করলে বিভিন্ন আকৃতির জমির সঠিক পরিমাপ বের করা খুবই সহজ মনে হবে ।
বর্গাকার জমির পরিমাপ- আয়তাকার বা বর্গাকার জমির পরিমাপ বের করা সূত্র হলো ক্ষেত্রফল= দৈর্ঘ্য ✕ প্রস্থ । যেমন একটি জমির দৈর্ঘ্য ৩২০ ফুট ও প্রস্থ ১২০ ফুট হয় সূত্র অনুযায়ী জমির ক্ষেত্রফল = ৩২০✕ ১২০ = ৩৮৪০০ বর্গফুট, এখন ১ শতাংশ জমির ক্ষেত্রফল হলো ৪৩৫.৬ বর্গফুট
তাহলে ৩৮৪০০ বর্গফুট জমির পরিমান হবে ৩৮৪০০÷ ৪৩৫.৬= ৮৮.১৫ শতাংশ (আটাশি শতাংশ একশত ভাগের পনের পয়েন্ট)
আরও বিস্তারিত জানতে নিচের লিংকটি ক্লিক করুন--
অসমান আকৃতির জমি পরিমাপের সূত্রজমির খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম