বন্টন নামা দলিলের দলিলের রেজিস্ট্রি ফিস

বন্টন নামা দলিলের দলিলের রেজিস্ট্রি ফিস


বন্টননামা দলিল রেজিস্ট্রেশন ফিস

(১) রেজিস্ট্রি ফি: 

(ক) দলিলে লিখিত মোট মূল্য ৩ লক্ষ টাকার কম হলে- ৫০০/- টাকা।

(খ) দলিলে লিখিত মোট মূল্য ১০ লাখ টাকার কম হলে- ৭০০/- টাকা।

(গ) দলিলে লিখিত মোট মূল্য ৩০ লক্ষ টাকার কম হলে- ১,২০০/- টাকা।

(ঘ) দলিলে লিখিত মোট মূল্য ৫০ লক্ষ টাকার কম হলে- ১,৮০০/- টাকা।

(ঙ) দলিলে লিখিত মোট মূল্য ৫০ লক্ষ টাকার বেশি হলে- ২,০০০/- টাকা।

(২) স্ট্যাম্প শুল্ক : ১০০/- টাকা (ধারা- ৪৪ )।

(৩) স্থানীয় সরকার কর : প্রযোজ্য নয়।

(৪) উৎসে আয়কর (53H): শর্ত সাপেক্ষে প্রযোজ্য।

(৫) উৎসে আয়কর (53FF): প্রযোজ্য নয়।

(৬) মূল্য সংযোজন কর (ভ্যাট): প্রযোজ্য নয়।

(৭)  ই ফি: ১০০/- টাকা।

(৮) এন ফি: 

(ক) বাংলায় ৩০০ শব্দের প্রতিটি পৃষ্ঠা বা তার বিশেষ অংশের জন্য ১৬/- টাকা।

(খ) ইংরেজি ভাষায় ৩০০ শব্দের প্রতিটি পৃষ্ঠা বা তার অংশের জন্য ২৪/- টাকা।

(৯) এন এন ফি (নকল নবীস ফি):

(ক) বাংলায় ৩০০ শব্দের প্রতিটি পৃষ্ঠা বা তার অংশের জন্য ২৪/- টাকা।

(খ) ইংরেজি ভাষায় ৩০০  শব্দের প্রতিটি পৃষ্ঠা বা তার অংশের জন্য ৩৬/- টাকা।

(১০) হলফনামা: হলফনামাটি ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প সহ লিখিত দলিলের  সাথে সংযুক্ত করতে হবে।

(১১) কোর্ট ফি : প্রযোজ্য নয়।

ফি প্রদানের পদ্ধতি:

দলিল রেজিস্ট্রির জন্য সমস্ত ফি স্থানীয় সোনালী ব্যাংক ট্রেজারি শাখায় জমা দিতে হবে:

(1) রেজিস্ট্রেশন ফি, ই ফি, এন ফি একসাথে পে অর্ডারের মাধ্যমে কোড নং ১-২১৬১-০০০০-১৮২৬-এ জমা দিতে হবে।

(2) এন এন ফি : অফিসে নগদে জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্য

(ক) ধারা 53H এর মাধ্যমে ভাই-বোন, পিতা-মাতা, পিতা-পুত্র-কন্যা বা স্বামী-স্ত্রীর নামে যৌথ মালিকানায় কেনা জমির মালিকদের মধ্যে দলিল অনুসারে বিতরণের সময় উৎসে আয়কর ধার্য করার প্রযোজ্যতা নেই। দলিল

(খ) ধারা 53H বণ্টনের দলিল সম্পাদনের ক্ষেত্রে উৎসে আয়কর ধার্য করার ক্ষেত্রে প্রযোজ্য নয় যদি বন্টনের সময় কোন মূলধন লাভ না হয় জমির মালিকদের মধ্যে চুক্তি অনুসারে অথবা নামে যৌথ মালিকানায় কেনা অবকাঠামো। একই কাজের মাধ্যমে বিভিন্ন স্বতন্ত্র সত্তার।

(গ) রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের ১৪৩ (খ) ধারা অনুযায়ী রেকর্ডের মালিকের মৃত্যু হলে, তার জীবিত উত্তরাধিকারীরা নিজেদের মধ্যে বণ্টনের একটি দলিল সম্পাদন এবং দলিল রেজিস্ট্রি করবেন।

(ঘ) স্ট্যাম্প আইন- ১৮৯৯, বিধি-৫। (অনেকটি স্বতন্ত্র বিষয় সমন্বিত বা সম্পর্কিত যেকোন যন্ত্র এই আইনের অধীনে চার্জযোগ্য হবে, যার সাথে পৃথক যন্ত্র, প্রতিটি এই ধরনের বিষয়গুলির মধ্যে একটির সাথে সম্পর্কিত বা সম্পর্কিত, শুল্কের মোট পরিমাণের সাথে চার্জযোগ্য হবে৷)

(১) সাব কবলা দলিলের রেজিস্ট্রি ফিস 

(২) দানপত্র দলিলের রেজিস্ট্রি ফিস

(৩) হেবার ঘোষণা দলিলের রেজিস্ট্রি ফিস

(৪) অছিয়ত নামা দলিলের রেজিস্ট্রি ফিস

(৫) ওয়াকফ নামা দলিলের রেজিস্ট্রি ফিস

(৬) বন্ধকী/ব্যাংক মর্টগেজ দলিলের রেজিস্ট্রি ফিস

(৭) বায়না নামা দলিলের রেজিস্ট্রি ফিস

(৮) বায়না নামা রদ বা বাতিল করণ দলিলের রেজিস্ট্রি ফিস

(৯) এওয়াজ বিনিময় দলিলের রেজিস্ট্রি ফিস

(১০) অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্ণী দলিলের রেজিস্ট্রি ফিস

(১১) দানের ঘোষণাপত্র দলিলের রেজিস্ট্রি ফিস

(১২) ভ্রম সংশোধন দলিলের রেজিস্ট্রি ফিস


ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url