বিভিন্ন প্রকার দলিলের রেজিস্ট্রি ফিস- ২০২২
এই সব আইনের বিধান। দলিলের রেজিস্ট্রি অনুযায়ী স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রি ফি, অতিরিক্ত কর, উৎস কর, জেলা/পৌর কর ইত্যাদি পরিশোধ করতে হয়।
সমস্ত দলিলের জন্য ফি হার সমান নয়, ফি হার দলিলের প্রকৃতি অনুযায়ী নির্ধারিত হয়। তাই একটি দলিল রেজিস্ট্রি ফি এর জন্য একটি নির্দিষ্ট অঙ্ক বের করা কঠিন। তবুও দলিল রেজিস্ট্রি ফি এর জন্য নিম্নে সাধারণ ধারণা হল আশা করি কাজে লাগবে:-
দলিলের রেজিস্ট্রি ফিস
(১) সাব কবলা দলিলের রেজিস্ট্রি ফিস
(২) দানপত্র দলিলের রেজিস্ট্রি ফিস
(৩) হেবার ঘোষণা দলিলের রেজিস্ট্রি ফিস
(৪) বন্টন নামা দলিলের দলিলের রেজিস্ট্রি ফিস
(৫) অছিয়ত নামা দলিলের রেজিস্ট্রি ফিস
(৬) ওয়াকফ নামা দলিলের রেজিস্ট্রি ফিস
(৭) বন্ধকী/ব্যাংক মর্টগেজ দলিলের রেজিস্ট্রি ফিস
(৮) বায়না নামা দলিলের রেজিস্ট্রি ফিস
(৯) বায়না নামা রদ বা বাতিল করণ দলিলের রেজিস্ট্রি ফিস
(১০) এওয়াজ বিনিময় দলিলের রেজিস্ট্রি ফিস
(১১) অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্ণী দলিলের রেজিস্ট্রি ফিস
(১২) দানের ঘোষণাপত্র দলিলের রেজিস্ট্রি ফিস
(১৩) ভ্রম সংশোধন দলিলের রেজিস্ট্রি ফিস
👉জমির খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম
👉মৃত স্ত্রীর জমি হইতে স্বামীর প্রাপ্ত হিস্যা