ইসলাম ধর্ম গ্রহণের এভিডেভিট নামা

ইসলাম ধর্ম গ্রহণের এভিডেভিট নামা
ইসলাম ধর্ম গ্রহণের এভিডেভিট নামা

বিভিন্ন কারণে আমরা দেখতে পারি অমুসলিমরা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন । সেটা হতে পারে কোন মুসলমান বন্ধুর সাথে চলাফেরায় কথা বার্তায় বা মুসলিম সমাজের বৈশিষ্ট দেখে কিংবা ইসলাম সম্পর্কে জানতে গিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যান । 

যেহেতু ধর্ম পরিবর্তনের বিষয়টি আসছে তাই জানতে হবে ধর্ম পরিবর্তন বা ধর্ম পালনের বিষয়ে আইন কি বলে?

বাংলাদেশ সংবিধানের ৪১ নং অনুচ্ছেদে বলা আছে -

প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম গ্রহণ, পালন বা প্রচারের অধিকার আছে

তাই একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ যে কোনো ধর্ম গ্রহণ ও পালন করার সিদ্ধান্ত নিতে পারেন, এটা তার আইনগত অধিকার। 

অনেকেই আছেন স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও বিভিন্ন দোষ ত্রুটি থেকে যায় । তাই এমনভাবে একটি হলফনামা তৈরি করতে হবে যাতে কারো কোন দোষ ত্রুটি না হয় 

নন-জুডিশিয়াল স্ট্যাম্প দ্বারা জেলা নোটারী পাবলিক কার্যালয় হতে এই হলফ নামা সম্পাদিত হয়ে থাকে 

ইসলাম ধর্ম গ্রহণের এভিডেভিট নামা

বরাবর, নোটারী পাবলিক কার্যালয় জামালপুর৷ 

ইসলাম ধর্ম গ্রহণের এভিডেভিট নামা 

নাম: অজয় কুমার, পিতা: প্রদীপ কুমার, মাতা: হারবাল রানী, জাতীয়তা: বাংলাদেশী, ধর্ম: সনাতন,  ঠিকানা-..............। (বর্তমান নাম.................) 

            আমি জন্মসূত্রে একজন বাংলাদেশের নাগরিক৷ বর্তমানে আমি একজন প্রাপ্ত বয়স্ক স্বাবালক ব্যক্তি ৷ আমার বর্তমান বয়স ৩৫ বৎসর, আমি জন্ম সূত্রে একজন সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীর অনুসারী ছিলাম ৷ 

আমি প্রকৃত ধর্ম চর্চা করতে গিয়ে ইসলাম ধর্মে পেয়েছি প্রকৃত আলোর সন্ধান, যাতে রয়েছে ইহকালীন ও পরকালীন মুক্তি৷ আমি বুঝতে পেরেছি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা একজন যার কোন শরীক নেই (অদ্বিতীয়) মহান আল্লাহ তায়া'লা ৷ 

আমি আমার জ্ঞান গরিমা ও বিশ্বাস মতে অন্য কারো বিনা প্ররোচনায় সুস্থ্য মস্তিস্কে সরল অর্ন্তকরনে একমাত্র শান্তির ধর্ম ইসলাম ধর্মকে বেছে নিয়েছি৷ আমি স্বীকার করিতেছি যে, আমাকে ইসলাম ধর্ম গ্রহণে কেউ জোর জবরদস্তি, কোনো প্রকার ভয়ভীতি, প্রলোভন বা বাধ্য করেন নাই ৷ 

আল্লাহর প্রেরিত রাসূল মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর দেখানো পথ অনুসর করিয়া একজন মাওলানা সাহেব এর মাধ্যমে কালেমায় শাহাদৎ পাঠ করিয়া মনে প্রাণে বিশ্বাস করিয়া আমি অত্র হলফনামার দ্বারা স্বেচ্ছায়, স্বজ্ঞানে হিন্দু ধর্ম পরিত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিলাম ৷ 

উপরোক্ত বর্ণনা আমার জ্ঞান, বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য জানিয়া অদ্য মাননীয় নোটারী পাবলিক কার্যালয়ে স্ব-শরীরে হাজির হইয়া অত্র হলফনামায় নিজ নাম স্বাক্ষর করিয়া সম্পাদন করিলাম ৷ 


ইতি তাং- 

                                              হলফকারীর স্বাক্ষর 

 হলফকারীর অত্র ধর্ম পরিবর্তনের হলফনামায় তাহার নিজ নাম স্বাক্ষর করিলেন, আমি তাহাকে সনান্ত করিলাম ৷ 

(বিঃদ্রঃ আপনারা চাইলে সুবিধামত বিশেষ কিছু শর্ত দিয়ে হলফনামা টি লিখতে পারেন) ৷ 

যেভাবে গাড়ি বিক্রয়ের নোটারি পাবলিক লিখবেন

(ভালো লাগলে একটি শেয়ার করুন)


ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url