ইংরেজী ১৯৭২ সনের রাষ্ট্র প্রধানের ১৪২ নং আদেশ মোতাবেক হলফনামা
ইংরেজী ১৯৭২ সনের রাষ্ট্র প্রধানের ১৪২ নং আদেশ বাংলাদেশ স্থাবর সম্পত্তি হস্তান্তরের অস্থায়ী বিধি মোতাবেক হলফনামা
৯) ধর্মত প্রতিজ্ঞা করিতেছি যে-
(ক) জন্মান্তরে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক৷
(খ) প্রস্তাবিত যে স্থাবর সম্পত্তি হস্তান্তর করা হইয়াছে তাহা বাংলাদেশ দালাল আইন (১৯৭২ সনের রাষ্ট্রপ্রধানের ৮নং আদেশ বলে আটক করা হয় নাই) ৷
(গ) প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ পরিত্যাক্ত সম্পত্তি আইন (১৯৭২ সনের রাষ্ট্রপ্রধানের ১৬নং আদেশ) এবং সংজ্ঞা অনুযায়ী পরিত্যাক্ত সম্পত্তি নহে ৷
(ঘ) প্রচলিত কোন আইন অনুসারে প্রস্তাবিত সম্পত্তি সরকারের বর্তায় নাই বা বাজেয়াপ্ত হয় নাই ৷
(ঙ) প্রস্তাবিত সম্পত্তি নির্ভুলভাবে দলিলে বর্ণিত হইয়াছে এবং উহার মূল্য কম দেখানো হয় নাই এবং হস্তান্তরকারীর হস্তান্তর করার পূর্ণ অধিকার আছে ৷
(চ) প্রস্তাবিত হস্তান্তর বাংলাদেশ ভূমি সর্ব্বোচ্চ সীমা নির্ধারণ আইন ১৯৭২ সনের রাষ্ট্রপ্রধানের ৯৮নং আদেশ এর ৫(ক) ধারা অনুসারে বাতিলযোগ্য নয় এবং প্রচলিত অন্য কোন আইনের অন্য কোন বিধানের পরিপন্থি নয় ৷
ইতি------ তাং ------ ইং
সত্যতাঃ-
চিনাসের ঘোষণা
অদ্য হলফনামা দলিল দাতাকে পাঠ করাইয়া শুনাইলাম ৷ হলফকারীগণ আমার পরিচিত এবং আমার সম্মূখে টিপসহি/ দস্তখত দিয়াছেন ৷
আমি/ আমরা ধর্মত প্রতিজ্ঞাপূর্বক জানাইতেছি যে, অত্র হলফনামায় যাবতীয় লিখিত বিবরণ আমার জানামতে সত্য লিখিত হইয়াছে জানিয়া অত্র হলফনামা সম্পাদন করিলাম৷