মায়ের সম্পত্তি বন্টনে মেয়েরা কি বেশি পাবে?
মাতার সম্পত্তি বন্টন নিয়ে আমাদের সমাজে একটি ভুল ধারনা হলো কন্যাসন্তান মাতার সম্পত্তির অংশ পাবে বেশি যেমন মা তার মৃত্যুর পর তার পরবর্তী ওয়ারিশ সূত্রে উত্তরাধিকার হিসেবে পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তান বেশি পরিমাণে সম্পত্তির মালিক হবেন।
মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ
প্রকৃতপক্ষে, মুসলিম শরিয়া আইন হলো উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বন্টনের জন্য কোন মৃত ব্যক্তি পুরুষ বা মহিলা যাই হোক না কেন একজন মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি পুত্র ও কন্যা সন্তান একই নিয়মে প্রাপ্ত হবেন বা সম্পত্তির মালিক হবেন ।
কোন মৃত নারী ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে তার স্বামী পাবে এক চতুর্থাংশ (১/৪) আর মৃত নারী ব্যক্তির যদি স্বামী ব্যতীত অন্য কোন ওয়ারিশ না থাকে যেমন সন্তান-সন্ততি অথবা পুত্রের সন্তানাদি বা তার নিম্নের কেউ না থাকে সে ক্ষেত্রে স্বামী পাবে মোট সম্পত্তির অর্ধেক অংশ (১/২) ।
স্বামীকে দেয়ার পর বাকি সম্পত্তি পুত্র-কন্যাদের মধ্যে মুসলিম শরিয়া আইন মোতাবেক বন্টন করা হবে অর্থাৎ একজন কন্যা সন্তান যা পাবে তার দ্বিগুণ অর্থাৎ ডাবল পাবে একজন পুত্র সন্তান ।
এখন, মৃত নারী ব্যক্তির যদি কোন কন্যা সন্তান না থাকে তাহলে স্বামীর অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পূর্ণ সম্পত্তি পুত্র সন্তান পাবে ।
প্রকৃত অর্থে একজন কন্যা সন্তান তিনটি উপায়ে মৃত ব্যক্তির সম্পত্তির মালিক হয়ে থাকেন
যথা-
(১) একমাত্র কন্যা সন্তান হলে সম্পত্তির দুই ভাগের এক ভাগ অংশ পাবে অর্থাৎ অবশিষ্ঠ সম্পত্তির অর্ধেক অংশ কন্যা পাবে ৷
(২) যদি একাধিক কন্যা সন্তান থাকে তাহলে প্রত্যেকে তিনভাগের দুইভাগ অংশ পাবে৷
(৩) আর যদি মৃত ব্যক্তির পুত্র কন্যা উভয়ই থাকে তাহলে একজন পুত্র যে অংশ পাবে তার অর্ধেক অংশ পাবে একজন কন্যা সন্তান
তাহলে এখন বুঝা গেলো মায়ের সম্পত্তির অংশ কন্যা সন্তান বেশি পাবে এটা একটা ভুল ধারণা ৷
হিন্দু আইনে মৃত মায়ের সম্পত্তি কে পাবে?
আবার হিন্দু উত্তরাধিকার আইনে কোনো পুরুষ ব্যক্তি মৃত্যুবরণ করলে তার সম্পত্তি প্রথমত পুত্র পৌত্র প্রপৌত্র এবং বিধবার অগ্রাধিকার ৷
যদি উপরোক্ত ওয়ারিশগণ অনুপস্থিত থাকেন তাহলে পর্যায়ক্রমে কন্যা, দৌহিত্র, পিতা-মাতা, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র সম্পত্তির মালিক হবেন৷
কিন্তু হিন্দু উত্তরাধিকার আইনের নিয়ম অনুযায়ী কোন মহিলা মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তি দুইটি পদ্ধতিতে বন্টন করা হয়ে থাকে
যদি কোন হিন্দু মহিলা উত্তরাধিকারসূত্রে কোনো সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে তার মৃত্যুর পর উক্ত সম্পত্তি যার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তার সেই নিকটাত্মীয়দের মাঝে ফিরে যাবে
(২) উত্তরাধিকার ছাড়া অন্য কোন উপায়ে যদি কোনো সম্পত্তির মালিক হয়ে মারা যান তাঁর সেই সম্পত্তির ধরন অনুসারে তার পরবর্তী ওয়ারিশগণের মাঝে বন্টন করা হবে৷
হিন্দু আইন-১৯৩৭ অনুযায়ী কন্যা সন্তান কোন সম্পত্তির উত্তরাধিকারী হয় না ৷
তবে বিধবা হলে সন্তান নাবালক থাকা অবস্থায় শুধু বসবাসের জন্য বসতবাড়ির অংশীদারি হয়ে থাকে ৷
দীর্ঘ ৮৩ বছরেও হিন্দু আইনের আর কোন পরিবর্তন হয়নি ৷
হিন্দু বিধবা আইন ২০২০
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ১লা আগস্ট ২০২০ সালে রায় ঘোষণা করেছেন যে, হিন্দু বিধবারা স্বামীর সম্পত্তির উত্তরাধিকারী হবে ৷ এক্ষেত্রে প্রাপ্ত সম্পত্তি কোন প্রকার হস্তান্তর বা বিক্রি গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র ভোগদখলকৃত হিসেবে গণ্য হবে ৷