যে কোন ওয়েবসাইটের ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার করার উপায়
অনেক সময় আমরা বিভিন্ন প্রয়োজনে নানা ধরনের একাউন্ট তৈরি করে থাকি- যেমন ফেইসবুক, ব্লগার, জিমেইল, বিভিন্ন ফ্রীল্যানসিং একাউন্ট ফাইভার, পেপাল, ডোমেইন ক্রয় করার জন্য নেমচিপ একাউন্ট ইত্যাদি ৷ আর এসব একাউন্ট খোলার সময় পাসওয়ার্ডের প্রয়োজন হয় ৷
পরবর্তীতে হয়তো সেই একাউন্ট গুলো খুব বেশি ব্যবহার না করলেও কোন এক সময় সেই একাউন্ট গুলি জরুরী প্রয়োজন পড়ে যায় ৷ তখন হয়তো সেই একাউন্টের পাসওয়ার্ড গুলি আর মনে থাকে না ৷
তবে হ্যা- ভুলে যাওয়া মানুষের গুনাবলির একটি অন্যতম বৈশিষ্ট্য ৷
আজ জানবো কিভাবে আমাদের প্রয়োজনীয় একাউন্ট গুলির ভুলে যাওয়া পাসওয়ার্ড খুব সহজে বের করার পদ্ধতি
ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করবেন কিভাবে?
বর্তমান সময়ে প্রতিটি এন্ড্রোয়েট ডিভাইস/ স্মার্ট ফোন মেইল একাউন্ট খুলে ব্যবহার করি ৷
যদি আপনার মেইলটি দ্বারা গুগল সাইন আপ করা থাকে তাহলেই আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড খুজে বের করতে পারবেন সহজেই
কিভাবে পাসওয়ার্ড খুজবেন
তার জন্য আপনার ফোনে যদি গুগল ক্রোম ব্রাউজার টি ইনস্টল করা থাকে তাহলে নিচের দেওয়া নিয়ম অনুযায়ী পাসওয়ার্ড বের করুন
প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন, তার পর উপরে থ্রী ডট তে ক্লিক করে নিচে সেটিংস অপশনে যাবেন
একটু নিচের দিকে ক্রল করলে সেটিংস অপশনটি পেয়ে যাবেন সেটিতে ক্লিক করুন- তার পর
সেটিংস অপশনে ক্লিক করার পর একটু নিচে passwords পাসওয়ার্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করুন তার পর
সেখানে পাসওয়ার্ড নামে যে অপশনটি ক্লিক করার পর নিচে আপনার তৈরি করা বিভিন্ন একাউন্ট দেখতে পারবেন
এবার আপনি আপনার প্রতিটি একাউন্টের পাসওয়ার্ড খুঁজে পাবেন । যে কোন একটি একাউন্টে ক্লিক করলে । তার পর
একাউন্টে ক্লিক করার পর নিচে ছবির মতো একটি আই বাটনে ক্লিক করলে আপনার কাঙ্খিত পাসওয়ার্ড দেখতে পারবেন
যদি আপনার ফোনটি ফিঙ্গার প্রিন্ট দ্বারা নিয়ন্ত্রণ করে থাকেন তাহলে হয়তো ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ।