ফসল চুক্তিনামা দলিল

ফসল চুক্তিনামা দলিল

মানুষ সামাজিকভাবেই একে অপরের প্রতি নির্ভলশীল ৷ তাই তো বিভিন্ন প্রয়োজনে একজন আরেকজনের সাথে কোন কিছুর বিনিময় বা আদান প্রদানের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে থাকি ৷ এটা প্রয়োজন অনুসারে বড় ধরনের চুক্তি বা ছোট আকারের চুক্তিও হতে পারে ৷ 

চুক্তি কি ?

চুক্তি বা Contract হলো দুইজন বা তারও অধিক ব্যক্তির মধ্যে পরস্পর সম্মতিক্রমে কোন কাজ বা অর্থ লেনদেনের জন্য উভয় পক্ষ আইনী বিধিতে আবদ্ধ হন সেটাই হলো চুক্তি ৷ 

একটি চুক্তি উভয় পক্ষের স্বত্ব ও স্বার্থ রক্ষার জন্য হতে পারে সেটা লিখিত বা অলিখিত চুক্তি সেটা সেই দেশের আইনী বিধির দ্বারাই সীমাবদ্ধ হতে হবে ৷ 

আমাদের দেশে প্রায়ই দেখা যায় একজন অপরজনের কাছে টাকা ধার বা কর্জ্জ চাইতে গেলে সহজে দেয় না, কিন্তু যখনি আপনি কোন কিছুর বিনিময়ে টাকা টা চাইবেন তখনি দিতে রাজি হবে এবং দুজন তখন একটা চুক্তিতে আবদ্ধ হবেন ৷ 

সেটা বিভিন্ন কিছুর বিনিময়ে হতে পারে ৷ আমাদের দেশে অনেকেই ফসলের উপর নির্ভর করে অন্যের কাছে টাকা নিয়ে থাকে ৷ তার জন্য একটি লিখিত প্রমান বা দলিল হলো চুক্তি ।

চুক্তিনামা কত টাকার স্ট্যাম্প প্রয়োজন

এসব চুক্তিনামা লিখার জন্য প্রয়োজন হবে ৩০০/- টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্প  

যদিও মুনাফাযুক্ত কোন চুক্তি আইনে বৈধ নয়, তবুও মানুষ প্রমানের জন্য এমন চুক্তি স্বাক্ষরিত করে থাকেন৷  

কিভাবে ফসল চুক্তি লিখবেন?

একটি ফসল চুক্তি লিখার জন্য যিনি টাকা দিবেন আর যিনি ফসলের বিনিময়ে টাকা গ্রহণ করবেন দুজনকেই আলাদা দুইটি পক্ষে বিভক্ত করে লিখতে হবে ৷ 

নিম্ন বর্ণিতভাবে একটি ফসল চুক্তিনামা লেখা হয়ে থাকে 

ফসল চুক্তি

টাকার পরিমাণ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা 

১ম পক্ষ : (যিনি টাকা দিবেন) তার নাম ও ঠিকানা-- 

২য় পক্ষ : (যিনি টাকা গ্রহণ করবেন) তার নাম ও ঠিকানা--

          পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার নাম স্মরন করিয়া অত্র ফসল চুক্তিনামা লেখা শুরু করিলাম ৷ আমি ২য়পক্ষ আমার ব্যবসায়িক কাজের জন্য নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় টাকা সংগ্রহের অন্য কোন সদুপায় না থাকায় আপনি ১মপক্ষের নিকট ফসল চুক্তির প্রস্তাব করিলে আপনি ১মপক্ষ আমার প্রস্তাবে রাজি হওয়ায় ও টাকা দিতে ইচ্ছুক হওয়ায় আপনার নিকট হইতে নিম্ন স্বাক্ষীগণের মোকাবেলায় নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা আমার নিজ প্রবোধ মত বুঝি পাইয়া আমি ২য়পক্ষ অঙ্গিকার বা স্বীকারোক্তি করিতেছি যে, আপনি ১মপক্ষকে বাৎসরিক দুই মৌসুমে মোট ৪০ (চল্লিশ) মণ ধান বুঝাইয়া দিতে বাধ্য থাকিব ৷ 

তাহাতে কোন প্রকার অন্যথা বা ওজর আপত্তি গ্রহণযোগ্য হইবে না ৷ যদি আপনি ১মপক্ষকে ফসল বুঝাইয়া দিতে ব্যর্থ হই তবে আমি ২য়পক্ষের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন ৷ আপনি ১মপক্ষের দেওয়া টাকা একযোগে ফেরৎ প্রদান করিলে সমুদয় দাবী দাওয়া পরিত্যাগ করিবেন ৷ 

এতদ্বর্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে, সুস্থ্য মস্তিস্কে অত্র ফসল চুক্তিনামা লেখাইয়া টিপসহি/ স্বাক্ষর দ্বারা সম্পাদন করিয়া দিলাম ৷ 

ইতি সন- তারিখ 

অত্র চুক্তিনামা দলিল ০৩ (তিন) ফর্দ স্ট্যাম্প দ্বারা লিখিত এবং দলিলে ০৩ (তিন) জন স্বাক্ষী রহিল ৷ দলিল পাঠ করিয়া/ শুনিয়া আমরা উভয় পক্ষ উহার মর্ম অবগত হইলাম ৷ 

মোসাবিদকারীঃ 


স্বাক্ষীগণের নাম


ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url