ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক সুইফট কোড

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক সুইফট কোড

আমাদের বিভিন্ন প্রয়োজনে যদি ইসলামী ব্যাংক একাউন্ট ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই এর সুইফড কোডটি একান্ত প্রয়োজন ৷ 

ঠিক তেমনি আমরা যারা ইউটিউবার, ব্লগিং কিংবা ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি তারা অবশ্যই গুগল এডসেন্স এর সাথে পরিচিত আছি৷ গুগল এডসেন্স এর মাধ্যমেই ইনকাম করে থাকি ৷ এই ইনকাম টা প্রথমে গুগল এডসেন্সে জমা হয় ৷ 

গুগল এডসেন্স একাউন্ট ভেরিফিকেশন হবার পর আমাদের একাউন্ট নাম্বার ও সুইফট কোড দিয়ে টাকা টাকা উত্তোলনের জন্য প্রস্তুত করে নিতে হয় ৷ 

ইসলামী ব্যাংকের সকল শাখার সুইফট কোড ছাড়াও আমাদের অনেকেই ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় একাউন্ট খুলে থাকি ৷ 

তখন দেখা যায় অনলাইনে সার্চ করেও এজেন্ট শাখার সুইফট কোড খুজে পাওয়া যায় না ৷ এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দে পরে যান ৷ 

ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সুইফট কোড

আজ জানতে পারবেন কিভাবে এবং খুব সহজেই বাংলাদেশ ইসলামী ব্যাংক সকল এজেন্ট ব্যাংকিং শাখা সুইফট কোড কি ?

আপনি যেকোন এজেন্ট শাখায় একাউন্ট করেন না কেন নিম্নের সুইফট কোডটি ব্যবহার করে আপনার কাজ সমাধান করতে পারবেন এবং এই কোডটি আপনার গুগল এডসেন্স একাউন্টে ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না ৷ এই সুইফট কোড ব্যবহার করে 

ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সুইফট কোড এর ব্যবহার  

সুইফট কোড যদিও বৈদেশিক রেমিটেন্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয় । এমনকি যারা ফ্রীল্যানসিং এর কাজ করেন বা ওয়েবসাইট, ব্লগিং, ইউটিউবে নিয়ে কাজ করেন তাদের অবশ্যই গুগল এডসেন্স একাউন্ট থাকবে । তাই একটি এডসেন্স একাউন্ট এর পেমেন্ট ব্যাংকের মাধ্যমে পেতে হলে সুইফট কোড প্রয়োজন । উদাহরণ স্বরূপ : যদি একটি গুগল এডসেন্স একাউন্ট থাকে- 

প্রথমতঃ আপনার এডসেন্স একাউন্টে ১০ ডলার হবার পর আপনার এড্রেস ভেরিফিকেশন করার জন্য গুগল আপনার ঠিকানায় একটি পাঠাবে সেখানে ৬ ডিজিটের পিন নাম্বার থাকবে ৷ সেই পিন কোড দিয়ে একাউন্ট এড্রেস ভেরিফাই করে নিতে হবে ৷ 

দ্বিতীয়তঃ এখানে হলো পেমেন্ট অপশন আপনি টাকা কিসের মাধ্যমে উত্তোলন করবেন কার্ড নাকি ব্যাংক একাউন্টের মাধ্যমে ৷ যদি ব্যাংকের মাধ্যমে এডসেন্সের টাকা উত্তোলন করতে চান তবেই আপনার সুইফট কোড ব্যবহারের প্রয়োজন হবে ৷ 

ইসলামী ব্যাংক বাংলাদেশ এজেন্ট ব্যাংক সুইফট কোড

তৃতীয়তঃ পেমেন্ট অপশনে আপনার ব্যাংক একাউন্ট হোল্ডার নাম, ব্যাংকের নাম, আপনি ইসলামী ব্যাংকের যে কোন এজেন্ট শাখায় একাউন্ট খুলে থাকেন না কেন IBBLBDDHFRD এই সুইফট কোডটি বসিয়ে দিবেন।  আশা করি কোন সমস্যা হবে না আপনার অন্য সব কিছু ঠিক থাকলে ৷

এজেন্ট শাখার সুইফট কোড

ইসলামী ব্যাংক বাংলাদেশ এজেন্ট ব্যাংক সুইফট কোড

পেমেন্ট পেতে কোনো সমস্যা হবে না । এছাড়াও আপনি ইসলামী ব্যাংকের যে শাখায় একাউন্ট খুলছেন সেখানকার ব্যাংক কর্মকর্তার নিকট থেকে শিওর হয়ে নিবেন এই সুইফট কোডটি ঠিক আছে কিনা। 

ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url