প্রয়োজনীয় কম্পিউটার কিবোর্ড শর্টকাট
দৈনন্দিন আমাদের কম্পিউটারের কাজ কে এগিয়ে নিতে এবং বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অবশ্যই শর্টকাট পদ্ধতি অবলম্বন করা জরুরী ।
শর্টকাট পদ্ধতি আপনার কাজ কে কম সময়ের মধ্যে শেষ করতে সাহায্য করবে । যার ফলে বেঁচে যাবে অনেক মূল্যবান সময় । তাই কম্পিউটার এক্সপার্ট হতে হলে শর্টকাট টিপস গুলো জেনে নেয়া জরুরী
মাইক্রোসফ্ট ওয়ার্ড শর্টকাট
টাইপিং এর সময় মাউস কার্সর লাইনের শেষে নিতে | End বাটন চাপতে হবে ৷ |
টাইপিং এর সময় মাউস কার্সর লাইনের শুরুতে নিতে | Home বাটন চাপতে হবে ৷ |
লেখার লাইন স্পেসিং বাড়ানোর জন্য | Ctrl+ কিবোর্ডের উপরে 5 বাটন চাপতে হবে ৷ |
লেখার লাইন স্পেসিং কমাতে | Ctrl+ কিবোর্ডের উপরের 1 বাটন চাপতে হবে |
লেখার বাঁম দিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য | Ctrl + Backspace |
লেখার ডানদিকের একটি শব্দ ডিলিট (delete) করার জন্য | Ctrl + Delete |
টাইপিং করার সময় Insert বাটনে চাপ পড়লে পেছনের লেখা গুলো কেটে যেতে থাকবে তার জন্য | পুনরায় Insert বাটন চাপতে হবে |
ফন্ট সাইজ ছোট বা বড় করার জন্য লেখা সিলেক্ট করে | Ctrl+{ }সেকেন্ড ব্রাকেট বাটন চাপতে হবে |
সব টেক্সট সিলেক্ট করার জন্য | Ctrl + A |
টাইপিং এর সময় লেখা এলোমেলো হলে | Ctrl+J বাটন চেপে জাস্টিফাই করে নিতে হবে৷ |
একটি নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য | Ctrl+N |
লেখা ডান পাশে রাখার জন্য | Ctrl+R |
লেখা বাম পাশে রাখার জন্য | Ctrl+L |
ডকুমেন্ট সেভ করার জন্য | Ctrl+S |
লেখার আন্ডার লাইন করার জন্য | Ctrl+U |
লেখা কাট করার জন্য | Ctrl+X |
লেখা আনডু করার জন্য | Ctrl+Z |
পারাগ্রাফ ডানে সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + Down |
ডকুমেন্টের শেষ পর্যন্ত টেক্সট সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + End |
ডকুমেন্টের প্রথম থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + Home |
বামে শব্দ সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + Left |
ডানে শব্দ সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + Right |
পারাগ্রাফ বামে সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + Up |
লাইনের নিচের ওয়ার্ড সিলেক্ট করার জন্য | Shift + Down Arrow |
লাইনের ডানে সিলেক্ট করার জন্য | Ctrl+Z |
লাইনের উপরের ওয়ার্ড সিলেক্ট করার জন্য | Shift + Up Arrow |
কারসর পয়েন্ট থেকে এর নিচে খুঁজে একটি ফ্রেম এর সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করার জন্য | Shift + Page Down |
কারসর পয়েন্ট থেকে এর উপরে একটি ফ্রেম এর সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করার জন্য | Shift + Page Up |
কারসর এবং চলতি লাইনের শেষ থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য | Shift + End |
কারসর এবং চলতি লাইনের প্রথম থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য | Shift + Home |
লাইনের বামে সিলেক্ট করার জন্য | Shift + Left Arrow |
কারসর এবং চলতি লাইনের শেষ থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য | Shift + End |
মাইক্রোসফ্ট ওয়ার্ড পেজে কারেন্ট তারিখ দেখানোর জন্য | Alt + Shift + D |
মাইক্রোসফ্ট ওয়ার্ড পেজে সময় দেখানোর জন্য | Alt + Shift + T |
মাইক্রোসফট ওয়ার্ড ছাড়াও বিভিন্ন কাজের জন্য শর্টকাট পদ্ধতি জেনে রাখা জরুরি । আপনি যদি একজন দক্ষ কম্পিউটার অভিজ্ঞতা সম্পন্ন হতে চান। তবে বিভিন্ন প্রকার কাজের জন্য কিবোর্ড শর্টকাট জেনে নেয়া জরুরী নিচে কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট দেয়া হলো
কম্পিউটারের বিভিন্ন প্ৰয়োজনীয় শর্টকাট কী
কম্পিউটারের স্কিনশট নেওয়ার জন্য | Ctrl+Screen print বাটন চাপতে হবে |
মিনিমাইজ করে রাখা ফাইল ভিউ করার জন্য | Alt+Tab বাটন চাপতে হবে |
কোন ফাইলের নাম পরিবর্তন/ রিনেইম করার জন্য | F2 বাটন চাপতে হবে |
কম্পিউটারে চালু থাকা ফাইল/ এপ্লিকেশন বন্ধ করার জন্য | Alt+F4 বাটন |
মিনিমাইজ Minimize ফাইল রিস্টোর বা ওপেন করার জন্য | Shift+windows key+M বাটন |
কম্পিউটারে রান (Run) মেনু ওপেন করার জন্য | Windows key + R |
ওপেন থাকা উইন্ডোটি maximize বা full screen করার জন্য | Windows key + Up arrow key |
কম্পিউটারের স্টার্ট মেনু (start menu) ওপেন করার জন্য | Ctrl + Esc |
খোলা থাকা program / Desktop স্ক্রিন Hide বা Display করার জন্য | Windows key + D |
কম্পিউটারে task manager খোলার জন্য | Ctrl + Shift + Esc |
লেখায় Copyright symbol ব্যবহার করার জন্য | Ctrl + Alt + S |
MS Word ডকুমেন্টে Registered trademark symbol ব্যবহার করার জন্য | Ctrl + Alt +R |
চালু থাকা এপ্লিকেশন (application) বন্ধ করার শর্টকাট | Alt + F4 |
চালু থাকা application এর help menu ওপেন হবে | F1 |
কম্পিউটারের খোলা থাকা প্রোগ্রাম (open program) গুলির মধ্যে বাছাই (select) করার জন্য | Alt + Tab |
system properties dialog box ওপেন | Windows key + Break key |
উইন্ডোস স্ক্রিন minimize করার জন্য | Windows key + M |
চালু থাকা application এর menu ওপেন করার জন্য | Alt + Space bar |