জমি সংক্রান্ত দলিলে ব্যবহৃত কিছু শব্দ যা জানার প্রয়োজন

দলিল ও বিভিন্ন চুক্তি পত্রে অনেক কিছু শব্দ ব্যবহার করা হয় ৷ যা আমাদের অনেকটাই অপরিচিত শব্দ ৷ আবার কিছু শব্দ ব্যবহার করা হয় যেগুলো আমরা নিত্যদিন কথা বার্তায় ব্যবহার করে থাকি ৷ অনেক শিক্ষিত লোক আছেন যারা দলিল পড়তে পারে না বা দলিলের ভাষা বুঝতে পারেন না ৷ তাই দালিলিক কিছু সংক্ষিপ্ত শব্দ নিচে তুলা হলো

দলিলে ব্যবহৃত কিছু শব্দ

হিস্যা = অংশ
মৌজা = মহল্লা/গ্রাম
খং= খতিয়ান
জেএল নং= মৌজা নম্বর
সাবেক= পূর্বের/ আগের বুঝায়
হাল= বর্তমান
গং = একাধিক অংশীদার
জং = স্বামী
পিং= পিতা
নিং = নিরক্ষর
বং= বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম স্বাক্ষর করেন
মং= মোট
সাং= গ্রাম
বিং = বিস্তারিত
দং= দখলকার
একুনে = যোগফল
সাকূল্য= সর্বমোট
এজমালি= যৌথভাবে
এওয়াজ = সমপরিমান কিছু দিয়ে তার সমপরিমান কিছু নেওয়াকে এওয়াজ বলে
বাটোয়ারা= বন্টন
বায়া= বিক্রেতা
মুসাবিদা= দলিল লেখক
মবলক= মোট
তঞ্চকতা= প্রতারণা
সনাক্তকারী= বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
চৌহুদ্দি= সীমানা/ জমির চার পাশের অবস্থান
দাখিলা= খাজনার রশিদ
সিট= নকশার অংশ
নকশা= ম্যাপ
বাস্তু= বসতভিটা
ফর্দ = দলিলের পাতা
স্বজ্ঞান= নিজের বুঝ মত
সমূদয়= সব কিছু
স্বেচ্ছায়= নিজের ইচ্ছায়
এতদ্বার্থে = এত কিছুর পর
পত্তন= সাময়িক বন্দোবস্ত
মৌকুফ = মাফ
দিশারী রেখা= দিক নির্দেশনা
বদল সূত্র = এক জমি দিয়ে অন্য জমি গ্রহণ করা
ইয়াদিকৃত= পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম
পত্র মিদং = পত্রের মাধ্যমে
নল = জমি পরিমানের নিমিত্তে তৈরি দন্ডু
পত্র মিদং = পত্রের মাধ্যমে
জরিপ = পরিমাণ
তৌজি নং = ১৭৯৩ সনের চিরস্থায়ী বন্দোবস্তকৃত জমির জন্য কালেক্টরীতে যে রেজিস্ট্রী বই থাকে তাকে তৌজি বলে
নথি= রেকর্ড
তহশিল = খাজনা আদায়ের নিমিত্ত নির্দিষ্ট এলাকাকে তহশিল বলে
কিসমত = মৌজার অংশকে কিসমত বলে
জোজ = এক রকম প্রজাস্বত্ত্ব
গির্বি = বন্ধক
কায়েম স্বত্ত্ব = চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া ভূমিকে কায়েম স্বত্ত্ব বলে
ইন্তেহার = ঘোষনাপত্র
ভায়া = বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল
ইজমেন্ট = এক ধরনের অধিকার যা একজনের জমিতে অন্যের ব্যবহার বা ভোগ করার সুবিধাকে বুঝায়
নিঃষ্কন্টক = নিরাপদ


ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url