অনলাইনে জমির পর্চা ডাউনলোড করুন ১০০ টাকায়

অনলাইনে জমির পর্চা ডাউনলোড করুন ১০০ টাকায়


বর্তমানে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি  সমস্যা ও ভোগান্তিতে আছে জমি জমা সংক্রান্ত নানান জটিলতা নিয়ে ৷

তাই এই সমস্যার সহজে সমাধান পাবার জন্য ভূমি মন্ত্রনালয় কর্তৃক ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করে প্রতিটি সমস্যা চিহ্নিত করে আলাদা আলাদা ওয়েব সাইটের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে জনগণের দুরগড়ায় পৌছে দেওয়ার এক দারুন স্মার্ট পদ্ধতি ও সেবা চালু করেছেন ৷

তেমনি অনলাইনে ই পর্চা পদ্ধতি চালু করে যার মাধ্যমে কোন নির্ধারিত ফি প্রদান করে যেকোনো সময় অনলাইন থেকে জমির খতিয়ান বা পর্চা ডাউনলোড করা যাবে ৷

যখনি আমরা জমি জমা সংক্রান্ত কোন সমস্যায় পড়ি তখনি আমাদের জমির প্রয়োজনীয় কাগজপত্রাদির প্রয়োজন হয়ে পড়ে ৷ প্রয়োজন হয় খতিয়ানের ৷

দেশের যে কোন নাগরিক যে কোন স্থান থেকে ক্রয় করতে ইচ্ছুক জায়গা জমির বিভিন্ন রেকর্ড যেমন এসএ (SA), সিএস (CS), বিআরএস (BRS) নকল / পর্চা/ খতিয়ান/ সার্টিফাইড কপি এখন খুব সহজে অনলাইন আবেদনের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম থেকে সংগ্রহ করতে পারবেন।

এর ফলে একদিকে জনগণ যেমন কোনো রকম ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পাচ্ছেন, অন্য দিকে সরবরাহকৃত রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাইজ হয়ে যাচ্ছে।

খতিয়ানের ধরন অনুযায়ী অনলাইন থেকে যেসব খতিয়ান ডাউনলোড করতে পারবেন তা হলো:- সিএস, এসএ, আরএস, বিএস, বিআরএস, যেগুলো আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কাজে ব্যবহার করি ৷

আজকে জানবো কিভাবে অনলাইন থেকে ১০০ টাকার বিনিময়ে পর্চা ডাউনলোড করা যায় ৷
কিভাবে অনলাইনে ফি প্রদানের সহজেই পর্চা সংগ্রহ করবেন সেটি নিয়েও আলোচনা করবো ৷

পর্চা বা খতিয়ান সাধারণত দুই ধরনের হয়ে থাকে

প্রথমত: সার্ভে খতিয়ান- যা ইতি পূর্বে ভূমি রেকর্ড জরিপের সময় করা হয়েছিল যেমন, সিএস, এসএ, আরএস, বিআরএস, বিএস ৷
জমি ক্রয় বা হস্তান্তরের ক্ষেত্রে এই খতিয়ান গুলোর প্রয়োজন৷

দ্বিতীয়ত: নামজারী খতিয়ান- কোন জমি যখন ক্রয় সূত্রে প্রাপ্ত হয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয় তখন সেই জমি নিজের নামে নতুন করে সংশোধিত খতিয়ান তৈরি করার জন্য নামজারী খতিয়ান খুলতে হয় ৷

অনলাইনে খতিয়ান ডাউনলোড করার পদ্ধতি

নিম্নের কয়েকটি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে অনলাইন থেকে খতিয়ান ডাউনলোড করতে পারবেন
১) প্রথমে আপনাকে ভূমি মন্ত্রনালয়ের eporcha.gov.bd এই সাইটে প্রবেশ করতে হবে
২) সার্ভে খতিয়ান অনুসন্ধান- এইখানে সার্ভে খতিয়ান এর ঘরে ক্লিক করে আপনি কি ধরনের খতিয়ান পেতে চান তার তথ্য দিতে হবে ৷
অনলাইনে জমির পর্চা ডাউনলোড করুন ১০০ টাকায়


৩) তথ্য দিন- এখানে প্রথমে আপনাকে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা, সঠিকভাবে তথ্য দিয়ে খুজুন, তার পর খতিয়ান এর ঘরে ডাবল ক্লিক করন ৷

৪) এখন খতিয়ানের আবেদন ফরম চলে আসলে সেখানে আপনার নাম, জন্ম তারিখ ও ফোন নাম্বার দিয়ে আবেদন করতে হবে ৷ তার পর অনলাইনে ফি প্রদানের মাধ্যমে পর্চা ডাউনলোড করতে পারবেন ৷

খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড:

অনলাইনে জমির পর্চা ডাউনলোড করুন ১০০ টাকায়


• খতিয়ান ডাউনলোড করার জন্য জমির তথ্যাদি প্রদান ও জমির সাম্প্রতিক নির্দিষ্ট খতিয়ান নম্বর দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে ৷

• এবার আপনাকে বিকাশ, রকেট বা নগদ একাউন্টের মাধ্যমে ১০০/- টাকা ফি প্রদান করলে ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনি খতিয়ান ডাউনলোড পারবেন ৷

• অনলাইনে ই পর্চা ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে অবশ্যই নাগরিক নিবন্ধন থাকতে হবে ৷

কিভাবে নাগরিক নিবন্ধন করবেন:

অনলাইনে জমির পর্চা ডাউনলোড করুন ১০০ টাকায়


https://ldtax.gov.bd/citizen/register এই সাইটে প্রবেশ করে নাগরিক নিবন্ধন সম্পন্ন করার পর লগইন করে তার পর ই পর্চা একাউন্ট লগইন করতে হবে- এখানে জমির তথ্যাদি দেয়ার পর জমির অন্যান্য সংক্ষিপ্ত তথ্য দেখতে পারেন ৷

ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url