মেসেঞ্জার লক করার নিয়ম
কিভাবে আপনার মেসেঞ্জার বায়োমেট্রিক অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট এড করবেন, যে কেউ চাইলেই আর আপনার মেসেঞ্জারে ঢুকতে পারবে না ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ৷
প্রত্যেকেরই আলাদা কিছু না কিছু প্রাইভেসি ও ব্যক্তিগত সেইফটি থাকা দরকার ৷ বর্তমানে আমাদের সকলের হাতেই এখন এন্ড্রয়েট ফোন আছে এবং সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হিসাবে মেসেঞ্জার ব্যবহার করে ৷
এখানে অনেকেইর পার্সোনাল কথোপকথন থাকে যা অন্য কারো নজরে আসলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায় ৷
তাই আপনার মেসেঞ্জার কে নিরাপদ রাখার জন্য আপনি চাইলে এটাকে বায়োমেট্রিক অর্থাৎ আপনার ফিঙ্গার প্রিন্ট এড করে রাখতে পারেন ৷ যাতে কেউ চাইলেও আর সহজে আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না আপনার ফিঙ্গার প্রিন্ট ব্যতিত ৷
কিভাবে মেসেঞ্জার বায়োমেট্রিক করবেন?
আপনার মেসেঞ্জারে ফিঙ্গার প্রিন্ট এড করার জন্য মেসেঞ্জারের উপরের বাম পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করুন তার পর সেখানে ডান পাশে সেটিংস অপশনটি দেখতে পারবেন
Privacy & Safety
সেখানে ক্লিক করে একটু ক্রল করে নিচে চলে আসবেন দেখবেন Privacy & Safety নামে একটি অপশন খুজে পাবেন সেখানে ক্লিক করুন এখানে Security নামে একটি অপশনে App Lock নামে একটি অপশন
Unlock with biometric
সেখানে ক্লিক করুন Unlock with biometric এই অপশনটি চালু করলে আপনার ফিঙ্গার এড করতে বলবে এখন আপনার ফিঙ্গারটি এড করে দিন
তার নিচে কিছু অপশন দেখতে পারবেন আপনি যদি মেসেঞ্জার থেকে বের হবার সাথে সাথে মেসেঞ্জার আনলক হোক তাহলে সবার উপরের অপশন After I leave messenger এটা অন করে রাখবেন ৷