NID দিয়ে ট্রেনের টিকেটর জন্য রেজিস্ট্রেশন করুন

NID দিয়ে ট্রেনের টিকেটর জন্য রেজিস্ট্রেশন করুন


ট্রেনে আমরা কম বেশি সবাই ভ্রমন করে থাকি ৷ কিন্তু যখন টিকেট কাটার প্রয়োজন হয় তখনি বাধ্যতা মূলক হয়ে পড়ে আমাদের এনআইডি দ্বারা টিকেট ভেরিফাই করার জন্য ৷ তখন হয়তো সময় না থাকার কারনে অন্যের এনআইডি দ্বারা ফোন নাম্বার রেজিস্ট্রেশন করা দিয়েই টিকেট কেটে থাকি ৷ 
কিন্তু বাধ্যতা মূলক হচ্ছে যিনি  ভ্রমন করবেন শুধুমাত্র তার এনআইডি দিয়ে ফোন নাম্বার রেজিস্ট্রেশন করে টিকেট ক্রয় করে ভ্রমন করতে হবে ৷ 
হয়তো অনেকেরই জানা নেই কিভাবে নিজের হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখবেন, 

আজ এই আর্টিকেল পড়লে আপনি নিজেই রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন ৷ আপনাকে আর টিকেট কাটার জন্য কোন ঝামেলা পোহাতে হবে না ৷ 

ট্রেনের টিকেট রেজিস্ট্রেশন:  

প্রথমে আপনার ফোনের ক্রম ব্রাউজার থেকে বাংলাদেশ রেলওয়ের এই ওয়েব সাইটে প্রবেশ করবেন eticket.railway.gov.bd এই সাইটে প্রবেশ করার পর নিচের ছবির মত একটি পেজ চালু হবে সেখানে রেলওয়ের কিছু শর্ত মোতাবেক Disclaimer এর নিচে I Agree তে ক্লিক করে দিবেন 

NID দিয়ে ট্রেনের টিকেটর জন্য রেজিস্ট্রেশন করুন
তার পর নিচের ছবির মত একটি পেজ দেখতে পারবেন সেখানে উপরে ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করলে নতুন একটি অপশন দেখতে পারবেন 
NID দিয়ে ট্রেনের টিকেটর জন্য রেজিস্ট্রেশন করুন

নিচের ছবির মত নতুন একটি অপশন চলে সেখানে REGISTER অপশনে ক্লিক করতে হবে 
NID দিয়ে ট্রেনের টিকেটর জন্য রেজিস্ট্রেশন করুন

এবার রেজিস্ট্রেশন করার জন্য নিচের ছবিতে দেখতে পাচ্ছেন- প্রথমে আপনার মোবাইল নাম্বার তার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং আপনার জন্ম তারিখ বসিয়ে I am not a robot এখানে টিকমার্ক করে দিয়ে 
NID দিয়ে ট্রেনের টিকেটর জন্য রেজিস্ট্রেশন করুন


ভেরিফাই অপশনে ক্লিক করে দিতে হবে ৷ ভেরিফাই হয়ে গেলে নিচের ছবির মত নতুন একটি অপশন দেখতে পারবেন ৷ সেখানে আপনার একটি জিমেইল নাম্বার দিতে হবে এবং তার নিচের আপনার পোস্ট কোড বসিয়ে 
NID দিয়ে ট্রেনের টিকেটর জন্য রেজিস্ট্রেশন করুন

Address এর ঘরে আপনার গ্রাম লিখে কমা (,) দিয়ে থানা লিখে কমা দিয়ে আপনার জেলার নাম লিখে দিতে হবে ৷ এর পর Set Password এর ঘরে আট ডিজিটের পাসওয়ার্ড বসিয়ে তার নিচে Confrim password এই সেইম পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে ৷ 
NID দিয়ে ট্রেনের টিকেটর জন্য রেজিস্ট্রেশন করুন
তার পর উপরে ছবির মত COMPLETE REGISTRATION এখানে ক্লিক করে দিতে হবে ৷ কমপ্লিট রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে 
NID দিয়ে ট্রেনের টিকেটর জন্য রেজিস্ট্রেশন করুন

ওটিপি কোড বসিয়ে দিয়ে CONTINUE তে ক্লিক করে দিতে হবে ৷ আপনার কাজ শেষ এবং আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে ৷ 

NID দিয়ে ট্রেনের টিকেটর জন্য রেজিস্ট্রেশন করুন


এবার উপরে থ্রি ডট মেনু থেকে আপনার রেজিস্ট্রেশন প্রোফাইল টি দেখতে পারবেন ৷ 



ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url