নতুন নিয়মে অনলাইন RS খতিয়ান ডাউনলোড/2025

নতুন নিয়মে অনলাইন RS খতিয়ান ডাউনলোড

ভূমি সেবা সমূহকে ডিজিটাল করার লক্ষ্যে অনলাইন খতিয়ান (ই-পর্চা) সেবা ইতি পূর্বেই চালু করেছে বাংলাদেশ সরকার।  এর মাধ্যমে আপনি ঘরে বসে জমির খতিয়ান অনুসন্ধান, ডাউনলোড এবং সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারেন। 

পরবর্তীতে অনলাইন সার্ভার বিভিন্ন আপডেট করার মাধ্যমে পূর্বের eporcha.gov.bd এই সাইট পরিবর্তন করে ২০২৫ এর শুরুতে land.gov.bd এই সাইটের মাধ্যমে যাবতীয় ভূমি সংক্রান্ত কাজ গুলি করতে পারবেন ৷ 

তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে নতুন নিয়মে খতিয়ান ডাউনলোড করবেন বা আপনার জমির যাবতীয় তথ্য দেখতে পারবেন তা বিস্তারিত জেনে নেই- 

অনলাইনে খতিয়ান পাওয়ার ধাপসমূহ:

অনলাইনে খতিয়ান পেতে হলে প্রথমে আপনার ইন্টারনেট কানেকশন যুক্ত মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোন ব্রাউজার ওপেন করে প্রথমে https://land.gov.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে- রেজিস্ট্রেশন অপশন থেকে নাগরিক/সংস্থা  

নতুন নিয়মে অনলাইন RS খতিয়ান ডাউনলোড

খতিয়ান অনুসন্ধান:

আপনার নামে নাগরিক নিবন্ধনটি রেজিস্ট্রেশন করে এবং প্রোফাইল ১০০% কম্পিলিট করে নিচের দেয়া ছবি অনুযায়ী খতিয়ান ও ম্যাপ এই অপশনটিতে ক্লিক করলে 

নতুন নিয়মে অনলাইন RS খতিয়ান ডাউনলোড

"সার্ভে খতিয়ান" অপশনে ক্লিক করুন

আপনাকে সার্ভে খতিয়ান অপশনে নিয়ে যাবে সেখানে নিচে দেখতে পারবেন আপনার বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা এবং খতিয়ান নাম্বার বসিয়ে দিলেই 

নতুন নিয়মে অনলাইন RS খতিয়ান ডাউনলোড


আপনার কাঙ্খিত খতিয়ানটি সেখানে মালিকের নাম সহ দেখাবে, সেই নামে উপর মাউস দ্বারা ডাবল ক্লিক করুন অথবা মোবাইল দিয়ে হলে ডাবল টার্চ করুন ৷ 


খতিয়ান দেখুন ও আবেদন করুন:

এর পর নতুন একটি পেজ ওপেন হবে সেখানে দেখতে পারবেন খতিয়ানের খসড়া নমুনা ঝুড়িতে রাখুন অপশনটিতে ক্লিক করুন 


এবং ২/৩ সেকেন্ড অপেক্ষা করুন তার পর উপরের ঝুড়িতে রাখা খতিয়ানটিতে ক্লিক করলে অনলাইন কপি অপশনটি সিলেক্ট করা থাকবে 


এবং নিচে খতিয়ানের তথ্যটিতে টিক মার্ক করে নিচে চেক আউট অপশনটিতে ক্লিক করুন 

পরবর্তী অপশনে আপনাকে শুধু একটা যোগফল পূরণ করতে হবে ফি পরিশোধ করুন ঘরে ক্লিক করে আপনি পেমেন্ট প্রদান করুন 

ফি পরিশোধ:

বিকাশ, নগদ, রকেট, উপায় বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করতে পারেন।

পেমেন্ট সম্পন্ন হলে আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে।


খতিয়ান অনুসন্ধান:

খতিয়ান ডাউনলোড বা গ্রহণ:

ফি পরিশোধের পর অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

নতুন নিয়মে অনলাইন RS খতিয়ান ডাউনলোড/2025

সার্টিফাইড কপি ডাকযোগে পেতে চাইলে প্রয়োজনীয় পোস্ট ফি প্রদান করতে হবে।

সব তথ্য সঠিকভাবে পূরণ করে "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করুন।

ফি পরিশোধ:

বিকাশ, নগদ, রকেট, উপায় বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করতে পারেন। 

এছাড়া, ভূমি সংক্রান্ত অন্যান্য সেবাসমূহ যেমন ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ ইত্যাদি সেবাও অনলাইনে পাওয়া যায়। বিস্তারিত তথ্যের জন্য ভূমি মন্ত্রণালয়ের নাগরিক কর্ণার পরিদর্শন করতে পারেন।


ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url