নতুন নিয়মে স্মার্ট সেবায় ভূমি নাগরিক নিবন্ধন ২০২৫

নতুন নিয়মে স্মার্ট সেবায় ভূমি  নাগরিক নিবন্ধন ২০২৫

স্মার্ট ভূমি সেবার যাবতীয় কার্যক্রম এখন আপনি নিজেই করতে পারবেন, যেমন আপনার জমির বাৎসরিক কর/ খাজনা যা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন ৷

স্মার্ট ভূমি সেবার মাধ্যমে অনলাইনে আপনার জমির যাবতীয় তথ্য, অনলাইনে খতিয়ান সংগ্রহ সহ নামজারী প্রক্রিয়াও সম্পন্ন করতে পারবেন।

তার জন্য আমাদের আগে নাগরিক নিবন্ধন কাজটি সম্পন্ন করতে হবে। আর নাগরিক নিবন্ধন কাজটি করার প্রয়োজন হবে আপনার জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার। নাগরিক নিবন্ধন করার জন্য আপনাকে কোন ফি বা অর্থ প্রদান করতে হবে না ৷ 

কিভাবে নাগরিক নিবন্ধন সম্পন্ন করবেন? 

নতুুন নিয়মে নাগরিক নিবন্ধনটি আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ/ কম্পিউটার থেকে করতে পারবেন ৷ তার জন্য প্রথমে ক্রম ব্রাউজারের সার্চ অপশনে আপনাকে land.gov.bd এটা লিখে সার্চ করতে হবে ৷ 

তার পর নিচের ছবির মত একটি নতুন পেজ ওপেন হবে সেখানে নিচে মার্ক করা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন 

নতুন নিয়মে স্মার্ট সেবায় ভূমি  নাগরিক নিবন্ধন ২০২৫

আপনি যেহেতু নতুন নাগরিক নিবন্ধন করবেন তাই লগইন না করে আপনাকে রেজিস্ট্রেশন তে ক্লিক করতে হবে ৷ তার পর নিচের ছবির মত একটি পেজ চলে আসবে ৷ এখানে আপনি শুধু মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করতে মোবাইল ঘরটি ওকে করা থাকবে- 

নতুন নিয়মে স্মার্ট সেবায় ভূমি  নাগরিক নিবন্ধন ২০২৫
তার পর আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে ইংরেজিতে আপনার নাম লিখে নিচের বক্সে আপনার ফোন নাম্বার দিতে হবে ফোন দিয়ে আপনার যে ক্যাপচা কোড আসবে ক্যাপচা কোড নাম্বার বড় হাতের অক্ষরে বসিয়ে দিয়ে সাবমিট করুন অপশনে ক্লিক করে দিন ৷ 
নতুন নিয়মে স্মার্ট সেবায় ভূমি  নাগরিক নিবন্ধন ২০২৫
সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে উপরের ছবিতে দেখতে পাচ্ছেন । তার পর ওটিপি কোড টি বসিয়ে পুনরায় সাবমিট করুন 
নতুন নিয়মে স্মার্ট সেবায় ভূমি  নাগরিক নিবন্ধন ২০২৫

ওটিপি কোড সাবমিট হয়ে গেলে পাসওয়ার্ড সেট করুন একটি নতুন পেজ ওপেন হবে। ছবিতে দেখতে পাচ্ছেন লাল চিহ্নিত ঘরে লেখা গুলো পরে পাসওয়ার্ড সেট করবেন । 

আপনার পাসওয়ার্ড টি যেমন হবে- 12345678St# বুঝতে পারছেন কেমন পাসওয়ার্ড দিতে হবে । তার পর পাসওয়ার্ড হালনাগাদ করুন এটাতে ক্লিক করে দিন । এবার আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর পর আপনাকে যা করতে হবে তা হলো- 


নতুন নিয়মে স্মার্ট সেবায় ভূমি  নাগরিক নিবন্ধন ২০২৫

আপনার নাগরিক প্রোফাইলে গিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র ও একটি ই-মেইল নাম্বার দিয়ে প্রোফাইলটি ১০০% কমপ্লিট করতে হবে। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার নাম, আপনার পিতা ও মাতার নাম এবং আপনার ঠিকানা জেলা, উপজেলা, পোস্ট কোড দিয়ে 

নতুন নিয়মে স্মার্ট সেবায় ভূমি  নাগরিক নিবন্ধন ২০২৫

সঠিকভাবে হাল নাগাদ করে দিলে আপনার প্রোফাইলটি ১০০% কমপ্লিট হয়ে যাবে । তার পর আপনি স্মার্ট ভূমি সেবার যাবতীয় সুবিধা পেতে পারবেন । 



ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url