স্ট্যাম্প কোথায় পাবেন ৷ stamp paper kothay paben
স্ট্যাম্প কি?
বিভিন্ন আর্থিক লেন দেন জমি ক্রয় বিক্রয়, প্লট ফ্ল্যাট ক্রয় বিক্রয়, বা ভাড়া চুক্তি থেকে শুরু করে আর্থিক লেন দেনের নিরাপত্তার জন্য এবং যে কোনো ধরনের লেন দেন বা চুক্তি সম্পাদনের জন্য স্ট্যাম্প একটি গুরুত্ব পূর্ণ ডকুমেন্ট বা প্রমাণ ৷ আর এই স্ট্যাম্প কে নন-জুডিসিয়াল স্ট্যাম্প বলা হয়ে থাকে।
স্ট্যাম্প কেন ব্যবহার করা হয়?
স্ট্যাম্পে দাতা গ্রহিতা উভয় পক্ষের শর্তাবলী দ্বারা যে কোনো চুক্তি/ডকুমেন্ট লিখিত ও সম্পাদিত হয়ে থাকে ৷ যা লঙ্ঘন করা হলে কার্যকর আইননানুগ ব্যবস্থা গ্রহন করা যেতে পারে ৷ তাই স্ট্যাম্পে সেই শর্ত সমূহ লিখিত আকারে প্রমাণ বা দলিল হিসেবে কাজ করে ৷
স্ট্যাম্প কোথায় পাওয়া যায়?
তো এই স্ট্যাম্প পেপার কোথায় পাবেন চলুন জেনে নেয়া যাক :-
স্ট্যাম্প যিনি বিক্রি করেন তাকে স্টাম্প বিক্রয়ের লাইসেন্স থাকতে হয় ৷ যাতে আপনার স্ট্যাম্প টি সরকার অনুমোদিত হয়
স্ট্যাম্পও জাল থাকতে পারে তার জন্য লাইসেন্স প্রাপ্ত ভেন্ডারের নিকট হতে ক্রয় করবেন এবং জাতীয় সংসদ ভবনের জলছাপ আছে কিনা দেখে ক্রয় করবেন
স্ট্যাম্প বিক্রয়ের সময় স্ট্যাম্পের অপর পাশে ভেন্ডারের সিল থাকবে এবং যিনি ক্রয় করবেন তার নাম সহ স্ট্যাম্পের সিরিজ নাম্বার গুলি ভেন্ডারের রেজিস্ট্রারী খাতায় লিখে রাখবেন ৷
কত টাকা মূল্যের স্ট্যাম্প পাওয়া যায় ?
আপনি একটি একশ টাকা মূল্যের তিনটি স্ট্যাম্প অর্থাৎ তিনশ টাকার স্ট্যাম্প ক্রয় করলে এক্ষেত্রে ভেন্ডারকে আপনাকে অতিরিক্ত কিছু টাকা বাড়তি দিতে হবে যেমন ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত ।
স্ট্যাম্প তাহলে আপনার উপজেলার সাব রেজিস্ট্রার অফিস এবং বিভিন্ন আদালত প্রাঙ্গন হতে আপনি স্ট্যাম্প ক্রয় করতে পারবেন ৷